অক্ষয়।
ওটিটি প্ল্যাটফর্মে এক দিকে যেমন পুনর্জন্ম হচ্ছে হারিয়ে যাওয়া তারকাদের, অন্য দিকে দর্শকের নজরে থাকা তারকারাও ধীরে ধীরে নাম লেখাতে শুরু করেছেন এখানে। প্রিয়ঙ্কা চোপড়া, রাজকুমার রাও, শাহিদ কপূরের পরে অক্ষয়কুমারেরও ওয়েব ডেবিউয়ের পরিকল্পনা হয়েছিল গত বছর। শোনা গিয়েছে, অ্যামাজ়ন প্রাইমের ‘দি এন্ড’ নামে একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ়ে কাজ করার কথা ছিল তাঁর। ভিন্নধর্মী ছবি এখন করলেও অ্যাকশনের সঙ্গে অক্ষয়ের প্রেম দীর্ঘ দিনের। দর্শকও তাঁকে ওই রূপে দেখতে পছন্দ করেন। তাই নির্মাতাদের পরিকল্পনা ছিল, বিগ বাজেটে ওই সিরিজ় করার। কিন্তু করোনা অতিমারির কারণে সব চিন্তাভাবনাই এখন জলে।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘শকুন্তলাদেবী’ ও ‘ব্রিদ’ সিরিজ় যে ব্যানারে তৈরি হয়েছে, সেই ব্যানারই অক্ষয়ের প্রজেক্টটিরও প্রযোজনা করছিল। কিন্তু এখন তারা এই প্রজেক্ট নিয়ে এগোতে এতটুকুও আগ্রহী নয়। বলা হচ্ছে, ‘ব্রিদ’ বা ‘শকুন্তলাদেবী’র জন্য সে ভাবে লাভের মুখও দেখেনি ওই প্রযোজনা সংস্থা। পাশাপাশি অক্ষয়ের হাতেও পরপর ছবি। যশরাজ ফিল্মসের ব্যানারে রয়েছে ‘পৃথ্বীরাজ চৌহান’, সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ‘বচ্চন পাণ্ডে’, বাসু ভাগনানির ব্যানারে ‘বেল বটম’। তাই ওয়েবের জন্য সময় বার করাও তাঁর পক্ষে কঠিন। সব মিলিয়ে, অক্ষয়কে ডিজিটালের পর্দায় দেখতে অপেক্ষা করতে হবে দর্শককে।