Entertainment News

আসছেন সোনাদা, সঙ্গী আবির এবং ঝিনুক

ছবির কাস্ট নিয়ে কনফিডেন্ট ধ্রুব শেয়ার করলেন, ‘‘এ ছবিতে একদম নতুন আবিরকে দেখবেন দর্শক। এ ব্যাপারে আমি নিশ্চিত। নিজেকে ভেঙে সম্পূর্ণ অন্য এক সত্তা তুলে এনেছে ও। আর অর্জুন, ইশাও অসাধারণ। খুব ভাল কাজ করেছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ১৮:১৪
Share:

ছবির তিন চরিত্র। ছবি: ইউটিউবের সৌজন্যে।

টলিউডে আরও এক গোয়েন্দা। সোনাদা। থুড়ি, গোয়েন্দা বললে ভুল হবে। অন্তত তেমনটাই দাবি পরিচালক ধ্রব বন্দ্যোপাধ্যায়ের। সোনাদাকে দেখতে পাবেন আগামী ২৭ এপ্রিল সিনেমা হলে। কারণ ওই দিনই মুক্তি পেতে চলেছে ধ্রবর ডেবিউ ছবি ‘গুপ্তধনের সন্ধানে’। যার মুখ্য চরিত্র সোনাদা। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার।

Advertisement

কিন্তু সোনাদা গোয়েন্দা নন কেন? ধ্রুবর ব্যাখ্যা, ‘‘সোনাদার সঙ্গে গোয়েন্দার কোনও সম্পর্ক নেই। বরং সোনাদা আমাদের প্রত্যেক বাঙালি বাড়ির সেই ছেলেটা যে পড়াশোনায় ভাল, বিদেশ গিয়েছে। আবার দেশে ফিরেও এসেছে। নিজের শিকড়ের প্রতি যার ভীষণ টান।’’

বাংলার ইতিহাস নিয়ে ‘গুপ্তধনের খোঁজ’ শুরু করবেন সোনাদা অর্থাত্ আবির চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন অর্জুন চক্রবর্তী। ছবিতে অর্জুনের চরিত্রের নাম আবির। ধ্রব শেয়ার করলেন, ‘‘অর্জুন অর্থাত্ আবিরের সঙ্গে সোনাদার সম্পর্ক বোঝাতে ওর একটা ডায়লগ বলি। ও বলে আমার কাকা হয়, কিন্তু আমি দাদাই বলি। এই যে ডাকের মধ্যে একটা অদ্ভুত মিষ্টত্ব রয়েছে এ বাংলাতেই সম্ভব।’’

Advertisement

আরও পড়ুন, ‘টলিউডের কোন ক্যাম্পে কী ক্যাম্পেনিং করতে হয় সেটাই বুঝি না’

এ ছাড়াও ‘প্রজাপতি বিস্কুট’-এর ‘শাওন’ অর্থাত্ ইশা সাহা হলেন এ ছবির ‘ঝিনুক’। ইশার কথায়, ‘‘আমার চরিত্রটা বুদ্ধিমতী, ইমোশনাল, অ্যাডভেঞ্চার প্রিয়, ইতিহাস প্রিয় একটা মেয়ে। আমি আগে যা করেছি তার থেকে একেবারে আলাদা। তা ছাড়া আবিরদার অনেক ফ্যানেদের মধ্যে আমি একজন। আরও অনেক গুণী মানুষ রয়েছেন। সকলের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’’

আরও পড়ুন, চোরের চা পানে রিল লাইফের সঙ্গে মিল পেলেন তনুশ্রী!

ছবির কাস্ট নিয়ে কনফিডেন্ট ধ্রুব শেয়ার করলেন, ‘‘এ ছবিতে একদম নতুন আবিরকে দেখবেন দর্শক। এ ব্যাপারে আমি নিশ্চিত। নিজেকে ভেঙে সম্পূর্ণ অন্য এক সত্তা তুলে এনেছে ও। আর অর্জুন, ইশাও অসাধারণ। খুব ভাল কাজ করেছে।’’

আরও পড়ুন, ‘হামি’ চান? নজর রাখুন ভিডিওতে

ধ্রুবর সঙ্গে যৌথ ভাবে এই ছবির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন বসিরহাট কলেজের বাংলার অধ্যাপক শুভেন্দু দাশমুন্সি। ‘গুপ্তধনের সন্ধানে’র ক্রিয়েটিভ প্রোডিউসার অরিন্দম শীল। ধ্রুবর মতে, ‘‘এই ছবিটা ছোট, বড় সকলে একসঙ্গে বসে দেখতে পারবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement