Hrithik Roshan

হৃতিক- টাইগারের ‘যুদ্ধে’ মুগ্ধ নেটিজেনরা

সিনেমায় হৃতিক এবং টাইগার ছাড়াও রয়েছেন বাণী কপূর, আশুতোষ রাণা এবং দীপান্বিতা শর্মার মতো অভিনেতারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ১৪:৪৯
Share:

হৃতিক এবং টাইগারের যুদ্ধ।

বলিউডের দুই প্রধান অ্যাকশন হিরো হৃতিক রোশন এবং টাইগার শ্রফ। নাচ, স্টাইল অ্যাকশন সব মিলিয়ে এ বলে আমায় দেখ, ও বলে আমায়। তাঁদের এক সঙ্গে বড় পর্দায় দেখার অনেকদিনের ইচ্ছাও ছিল নেটিজেনদের। সেই স্বপ্নটাকেই সত্যি করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবির নাম ‘ওয়ার’। মঙ্গলবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ওই অ্যাকশন থ্রিলারের ট্রেলার।

Advertisement

সিনেমায় হৃতিক এবং টাইগার ছাড়াও রয়েছেন বাণী কপূর, আশুতোষ রাণা এবং দীপান্বিতা শর্মার মতো অভিনেতারা। প্রযোজকের ভূমিকায় রয়েছেন আদিত্য চোপড়া। যশরাজ হাউসের ছবি, তাই বাজেটের অঙ্কটাও অনেকটাই বেশি। ট্রেলারই জানান দিচ্ছে সে কথা। স্পেশাল এফেক্টস-এর সুদক্ষ ব্যবহার, চোখ ধাঁধানো অ্যাকশন সিকুয়েন্স মন কাড়বে সহজেই।

দেখুন ট্রেলার

Advertisement

ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে হৃতিক অর্থাৎ কবিরের ক্ষমতার বাড়বাড়ন্তে কিছুটা চমকে গিয়েই তাঁর মতোই ক্ষমতাধর কাউকে নিয়ে আসার সুপারিশ করছেন আশুতোষ রাণা। এমন সময়েই এন্ট্রি হয় টাইগার তথা খলিদের। তারপরের গল্পটা অবশ্য এই বছরের ২ অক্টোবরই জানা যাবে। কারণ, সেদিনই বড় পর্দায় মুক্তি পাবে হৃতিক- টাইগারের যুদ্ধ।

আরও পড়ুন- কাশ্মীরের শেষ হিন্দু রানির গল্প বলবে বলিউড

আরও পড়ুন- এই ইন্টারনেট সেনসেশনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউডের এক স্টার কিড, কে জানেন?

২০১৮ তে ‘ওয়ার’-এর শুটিং শুরু হয়েছিল। শেষ হয়েছিল চলতি বছরের গোড়ার দিকে। প্রথমে ঠিক ছিল ছবির নাম দেওয়া হবে ‘ফাইটার’। পরে অবশ্য তা পরিবর্তিত হয়ে ‘ওয়ার’-ই চূড়ান্ত হয়। হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ওই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement