সোনু নিগম।
ট্রেলরেই ঝড় তুলেছেন নাসিরুদ্দিন শাহ! মিস্টার শ্রীবাস্তব বারবার এই কথাটাই মনে করিয়ে দেন, তাঁর পরিবারের সকল সদস্যদের। দুই ছেলে, বউমা আর নাতি, নাতনিকে নিয়ে ছোট সুখী পরিবার শ্রীবাস্তবজীর। সংসারে সম্পর্কে কোন জটিলতা নেই। কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। যা সামলাতে লাগবে সাহস। নিজেকেই সাহায্য করতে হবে নিজেকে। অন্য কারও নয়! নিজের সহয়তায় বেরিয়ে আসতে হবে সেই বিপত্তি থেকে। এমনই উপদেশ দিতে থাকেন নাসিরুদ্দিন শাহ, ওরফে মিস্টার শ্রীবাস্তব।
এক অন্য নাসিরুদ্দিন যেন! সাধারণ জীবনের এক অসাধারণ গল্প নিয়ে আসছেন পরিচালক সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিন প্রজন্মের তাক লাগানো কাহিনি নিয়েই এগোবে 'হোপ ঔর হাম' ছবির চিত্রনাট্য।
পরিচালক সুদীপই এছবির লেখক। তিনটি প্রজন্মের বিভিন্ন সমস্যার সমাধান সিনেমার ইউএসপি।নাসিরুদ্দিন ছাড়া এই সিনেমায় দেখা যাবে, সোনালি কুলকার্নি, নবীন কস্তুরিয়া, কবীর সাজিদ এবং ভিরতি ভাগানি। ১১ মে ছবি মুক্তির আগে আরও এক চমক।এই ছবির জন্য গাইলেন সোনু নিগম। ‘আচ্ছে বাচ্চে রোতে নেহি’ জীবনের নানা রং ভরে যাবে সোনুর গলার জাদুতে। জীবনের আশায় ভরে দিয়েছেন সোনু তাঁর দরাজ কণ্ঠ।