Vivek Oberoi relationships

প্রেম ভাঙার পর আজীবন ‘সিঙ্গল’ থাকতে চেয়েছিলেন! অন্ধকার সময় নিয়ে মুখ খুললেন বিবেক

২০০৩ সালে ‘কিঁউ! হো গয়া না’ ছবির সেটে ঐশ্বর্যার সঙ্গে বিবেকের প্রেম শুরু হয়। সেই সম্পর্ক দু’বছর স্থায়ী হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৫
Share:
image of Vivek Oberoi

অভিনেতা বিবেক ওবেরয়। — ফাইল চিত্র।

অভিনেতা বিবেক ওয়েরয়ের সঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক সব সময়েই চর্চায় থেকেছে। সম্প্রতি নিজের প্রেমজীবনের ওঠাপড়া প্রসঙ্গে উপলব্ধি ভাগ করে নিয়েছেন ‘সাথিয়াঁ’ ছবির ‌অভিনেতা।

Advertisement

বিবেক জানিয়েছেন, এক সময়ে প্রেম ভাঙার কারণে তিনি খুবই কষ্ট পেয়েছেন। শুধু তা-ই নয়, প্রেম ভাঙার পর তিনি নাকি আর কোনও দিন সম্পর্কে জড়াতে চাননি। নতুন প্রজন্মের সম্পর্ক নিয়ে পরামর্শ দিতে গিয়েই বিবেক তাঁর জীবনের অতীতকে ফিরে দেখেছেন। বিবেক বলেন, ‘‘আমরা অনেক সময়েই মন ভাল করার পরিবর্তে আবেগের উপর জোর দিই। আমার সেই মনখারাপের অবস্থা প্রায় পাঁচ বছর ছিল। তার পর আমি প্রিয়ঙ্কাকে (বিবেকের স্ত্রী) খুঁজে পাই।’’

এরই সঙ্গে বিবেক বলেন, ‘‘নেতিবাচক এক পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছিলাম। প্রেমে ডুবে থাকা নিজের সেই সত্তাকে ভুলেই গিয়েছিলাম। নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে, আর কোনও দিন সম্পর্কে জড়াব না।’’ বিবেক জানান, সময়ের সঙ্গে তিনি নিজেকে বদলে ফেলেন। তার পর আবার জীবন সম্পর্কে তাঁর মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রবেশ করে। তবে সবটাই তাঁর স্ত্রীর জন্য। তবে বিবেক কার সঙ্গে সম্পর্কে ছিলেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি।

Advertisement

২০০৩ সালে ‘কিঁউ! হো গয়া না’ ছবির সেটে ঐশ্বর্যার সঙ্গে বিবেকের প্রেম শুরু হয়। কিন্তু বিবেক পরে দাবি করেন, ঐশ্বর্যার প্রাক্তন সলমন খান তাঁকে ফোনে হুমকি দেন। ২০০৫ সালে ঐশ্বর্যা-বিবেকের বিচ্ছেদ হয়। ২০১০ সালে প্রিয়ঙ্কা আলভার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন বিবেক। দম্পতির এক পুত্র ও এক কন্যা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement