রণবীর-দীপিকার মেয়েকে কার মতো দেখতে? ছবি: সংগৃহীত।
৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। মেয়ের নাম রাখেন দুয়া। মেয়েকে একা হাতে সামলাচ্ছেন দীপিকা। এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। মেয়ে দুয়া এই মুহূর্তে অভিনেত্রীর একমাত্র ধ্যানজ্ঞান। দীপাবলির দিন মেয়ের দুই পায়ের ছবি প্রকাশ্যে আনেন দীপিকা। যদিও দুয়ার প্রতি দিনের খুনসুটি নিয়ে নানা পোস্ট দেন অভিনেত্রী, তবু মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। এ ক্ষেত্রে প্রাক্তন রণবীর কপূরের পথে হাঁটলেন দীপিকা। রণবীর-আলিয়া মেয়ে রাহার ক্ষেত্রে সবার প্রথমে মুখ দেখান আলোকচিত্রীদের। ঠিক একই কায়দায় সম্প্রতি মেয়ে দুয়াকে প্রকাশ্যে আনেন দীপিকা। তবে মেয়ের মুখ দেখান একমাত্র মুম্বইয়ের আলোকচিত্রীদের। কার মতো দেখতে হয়েছে দুয়াকে, জানালেন তাঁরা।
মুম্বইয়ের তারকাদের জীবনের সঙ্গে আলোকচিত্রীরা ওতপ্রোত ভাবে জড়িয়ে। তারকাদের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য মুখিয়ে থাকেন আলোকচিত্রীরা। তাই তাঁদের বাদ দিয়ে কোনও কিছু সম্ভব নয়। তাই মেয়ে দুয়াকে সবার প্রথমে আলোকচিত্রীদের সামনে আনলেন রণবীর-দীপিকা। কিন্তু এখানেও ছিল একটি বড় শর্ত। দুয়ার সঙ্গে সাক্ষাৎ হলেও, কোনও ভাবেই তার ছবি তোলা যাবে না। ছবিশিকারিরাও সেই শর্ত মেনে নিয়েছিলেন। কিন্তু, দীপবীর অনুরাগীদের উৎসাহ রয়েছে দুয়াকে নিয়ে, কার মতো দেখতে হয়েছে একরত্তিকে! আলোকচিত্রীরা জানান, মেয়ে দুয়াকে অনেকেটাই দীপিকার মতো দেখতে। মেয়ের নাম থেকে মুখের গড়ন, সবেতেই দীপিকার প্রভাব দুয়ার জীবনে।