‘দ্য দিল্লি ফাইল্স’ বানাবেন বিবেক অগ্নিহোত্রী
‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর সাফল্যের এ বার নতুন ছবি তৈরির কাজ শুরু করতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর পরবর্তী ছবির নাম ‘দ্য দিল্লি ফাইল্স’। শুক্রবার বিবেক নিজেই টুইটারের তা ঘোষণা করলেন।
সূত্রের খবর, নব্বইয়ের দশকের শুরুতে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের মানুষদের ঘরছাড়ার কাহিনি নিয়ে নির্মিত ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর বিপুল বাণিজ্যিক সাফল্যের পর এ বার পরিচালকের নজর ১৯৮৪ সালে দিল্লিতে ঘটে যাওয় শিখ দাঙ্গার ঘটনা। তবে, অন্য একটি সূত্রের দাবি, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ঘটা সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে ‘দ্য দিল্লি ফাইল্স’ছবি তৈরি করতে চলেছেন পরিচালক। তবে বিবেক নিজে এ বিষয়ে কিছু জানাননি। তিনি শুরু টুইটারে লিখেছেন, ‘এ বার আমার নতুন ছবির কাজ শুরু করার সময় এসেছে।’
‘দ্য কাশ্মীর ফাইল্স’ নিয়েও ওই টুইটে বিবেক লিখেছেন, ‘আমি সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যাঁদের জন্য দ্য কাশ্মীর ফাইল্স-এরএই সাফল্য। গত চার বছর ধরে আমরা সততা এবং আন্তরিকতা দিয়ে কাজ করেছি। কঠোর পরিশ্রম করেছি। গণহত্যা এবং কাশ্মীরি হিন্দুদের প্রতি অবিচার সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি ছিল।’
‘দ্য দিল্লি ফাইল্স’ ছবির বিবেককে আগাম শুভেচ্ছাবার্তা দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। স্বাগত জানিয়েছেন শিখ দাঙ্গার শিকার হরবিন্দ্র সিংহ ফুলকা। শিখ দাঙ্গা সংক্রান্ত বিচারাধীন মামলার অন্যতম মামলাকারীও তিনি। ফুলকা বলেন, ‘‘মানুষের জানা উচিত, কংগ্রেস কী ভাবে শিখ দাঙ্গার ছক কষেছিল। পুলিশ ওই সময় নীরব দর্শকের ভুমিকা নিয়েছিল। বরং দিল্লির মানুষ শিখদের অনেক সাহায্য করেছেন। ওই ঘটনা ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায়। তা চেপে রাখা যাবে না।’’