কানপুরে বেড়ে উঠেছেন বিবেকরঞ্জন অগ্নিহোত্রী -ফাইল চিত্র
এত দিন যত ছবি করেছেন সেগুলো ঠিক নিজের রাজ্যে বসে করার উপযুক্ত ছিল না। এ বার নতুন মেজাজে পরিচালক। ‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাতা জানালেন, পরবর্তী ছবির শুটিং শুরু করবেন লখনউয়ে।
কানপুরে বেড়ে উঠেছেন বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। নতুন ছবিতে যে গল্প বলতে চলেছেন তাতে মাটির টান অনুভব করছেন পরিচালক। রয়েছে আরও এক কারণ। রাজ্যে চলচ্চিত্র শিল্প গড়তে চাইছে প্রশাসন। তারই কাণ্ডারি হতে চলেছেন বিবেক?
লখনউয়ে শুটিংয়ের জায়গা দেখতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশীও। বললেন, ‘‘শেষ বার যখন যোগীজির (আদিত্যনাথ যোগী) সঙ্গে দেখা হল, লখনউকে চলচ্চিত্র নগরী বানানোর পরিকল্পনার কথা জানতে পারি। হিন্দিভাষী এমন এক শহরে একটা নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি থাকা আমিও জরুরি বলে মনে করছি। যেমন অন্যান্য রাজ্যেও আছে। তাই আমি ঠিক করেছি স্থানীয় প্রতিভাদের নিয়ে কাজ শুরু করব, নিজের জায়গায়।’’
আগামী ১০ ডিসেম্বর থেকে ৪০ দিনের শুটিং রেখেছেন বিবেক। ছবিটি সম্পর্কে যা জানা যাচ্ছে, তাতেও গর্বিত হতে পারেন দেশবাসী। কোভ্যাকসিন উদ্ভাবনে অবদান রেখেছেন যে ভারতীয় বিজ্ঞানীরা, এ ছবি তৈরি হতে চলেছে তাঁদের নিয়ে। বিজ্ঞানীদের মধ্যে বেশিরভাগই নারী। ২৫০ কোটি ভ্যাকসিন ডোজ় সরবরাহ করে দেশবাসীকে অতিমারির কবল থেকে বাঁচিয়েছিলেন সেই ঈশ্বরীরা। অথচ মানুষ তাঁদের কতটুকুই বা চেনে? বিবেকের নতুন ছবি চেনাবে সেই অধ্যায়। যার পুরোটাই লখনউতে শুট হবে। বিবেক জানান, নতুন গর্বের অংশীদার হতে চলেছে তাঁর জন্মভূমি।