Sania Mirza

বোনের বিয়ের রিসেপশনে দুই ফিল্মি তারকার সঙ্গে তুমুল নাচ সানিয়া মির্জার, ভিডিয়ো ভাইরাল

সানিয়া মির্জা একা নন। আমান-আসাদের রিসেপশনে নাচে তাঁকে সঙ্গ দিয়েছেন সিনে দুনিয়ার দুই তারকাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১২:৪৮
Share:

বোনের রিসেপশনে দুই ফিল্মি তারকার সঙ্গে নাচছেন সানিয়া মির্জা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

টেনিস সুন্দরী টেনিস সানিয়া মির্জার বোন আনাম মির্জা সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাদ। তাঁদের বিয়ের রিপেসশনে বসেছিল চাঁদের হাট। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী থেকে ফিল্মি দুনিয়ার পরিচিত মুখ— আমান-আসাদের রিসেপশনে উপস্থিত ছিলেন অনেক তারকা। কিন্তু সব তারকাকে পিছনে ফেলে বোনের বিয়ের রিসেপশন মাতালেন টেনিস সুন্দরী। তাঁর নাচের ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। তবে সানিয়া মির্জা একা নন। আমান-আসাদের রিসেপশনে নাচে তাঁকে সঙ্গ দিয়েছেন সিনে দুনিয়ার দুই তারকাও।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে সানিয়া মির্জার সঙ্গে নাচতে দেখা যাচ্ছে ফারহা খান ও দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। ‘ঘুঙরু টুট গ্যায়ে’ গানে তাঁদের নাচ মোহিত করেছে নেটিজেনদের। তবে নেটিজেনরা সব থেকে বেশি উৎসাহী হয়েছেন লাল রঙের পোশাকে সানিয়া মির্জাকে নাচতে দেখে।

শুধু সানিয়াই নন। রিপেসশনে নজর কেড়েছেন আজাহারউদ্দিনের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানিও। নীল রঙের পোশাকে রিসেপশনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সঙ্গীতা নিজেই।

Advertisement

দেখুন সানিয়ার নাচের ভিডিয়ো—

On popular demand !

A post shared by Upasana Kamineni Konidela (@upasanakaminenikonidela) on

আরও পড়ুন: মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে উষ্ণতা ছড়ালেন বলিউড অভিনেত্রী নুসরত

আরও পড়ুন: কালো ক্রপ টপে হিন্দি গানের সঙ্গে নুসরতের নাচ, দেখুন ভিডিয়ো

At the Wedding Reception In #hyderabadcity 😍 Outfit: @anitadongre Jewellery: #diyaashjewellery by Dolly Gurbani

A post shared by Sangeeta Bijlani (@sangeetabijlani9) on

Good friends just turn up wearing the same colour 😄 at the #weddingoftheyear #hyderabad @anammirzaaa & @asad_ab18 CONGRATULATIONS @mirzasaniar best hostess ever♥️

A post shared by Farah Khan Kunder (@farahkhankunder) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement