Priyanka Chopra

সুইমিং পুলে খুদের সঙ্গে খুনসুটি প্রিয়ঙ্কার! চেনেন একে?

সেই ভিডিয়োতে প্রিয়ঙ্কাকে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ের সঙ্গে। সেই খুদেকে কোলে নিয়ে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন বলিউডের ‘দেশি গার্ল’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১২:৪৮
Share:

এই খুদের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন প্রিয়ঙ্কা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পেয়েছে চলতি মাসের শুরুতে। নিজের প্রযোজনার প্রথম হিন্দি ছবি মুক্তির পর থেকে যেন আরও ব্যস্ত হয়ে পড়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। ব্যস্ততার মধ্যেই কাটিয়ে নিচ্ছেন আনন্দের মুহূর্ত। আর সেই সব মুহূর্তের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই হচ্ছে ভাইরাল। যেমন হয়েছে বৃহস্পতিবার সুইমিং পুলে তাঁর একটি ভিডিয়ো।

Advertisement

সেই ভিডিয়োতে প্রিয়ঙ্কাকে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ের সঙ্গে। সেই খুদেকে কোলে নিয়ে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন বলিউডের ‘দেশি গার্ল’। প্রিয়ঙ্কার কোলে বসে বাচ্চা মেয়েটি তাঁকে বলছে, ‘ইউ আর কিউট’। এ কথা শুনে প্রিয়ঙ্কার উত্তর, ‘নো, ইউ আর সো কিউট’। এ ভাবেই সারা ভিডিয়ো জুড়ে মজায় মাতছেন প্রিয়ঙ্কা। এই বাচ্চা মেয়েটি কে জানেন?

জানা গিয়েছে, বাচ্চা মেয়েটির নাম কৃষ্ণা স্কাই সরকিসিয়ান। সে প্রিয়ঙ্কার দীর্ঘ দিনের স্টাইলিস্ট দিব্যা জ্যোতি ও নিল সরকিসিয়ানের মেয়ে। কৃষ্ণার জন্মের পরও তাকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা।

Advertisement

We’re so cute ! @sky.krishna ❤️ #positiveaffirmations #blessednotstressed #girllove 📸 @divya_jyoti

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

আরও পড়ুন: হাসপাতালে অমিতাভ? বিগ-বি’র অসুস্থতা নিয়ে জোর জল্পনা নানা মহলে

আরও পড়ুন: বিচ্ছেদের পথেই কি কার্তিক-সারা? গুঞ্জন তুঙ্গে

I cannot deal... @sky.krishna is just too precious @divya_jyoti @nilesarkisian @vimlaakhouri

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement