Bigg Boss

ইনি ‘বিগ বস’-এ ছিলেন, এঁর আগেকার রূপ আপনাকে চমকে দেবে

২০১৬-র লোকেশ কুমারীর সঙ্গে এই লোকেশের এত ফারাক! দেখলেও সত্যি তা বিশ্বাস করা মুশকিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ১৫:১৪
Share:

বিগ বস প্রতিযোগী লোকেশ কুমারী। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস। দশম সিজনের ৩৫তম দিনে বিগ বস থেকে বিদায় নিলেও নজর কেড়়েছিলেন সেই মহিলা প্রতিযোগী। দিল্লির বাসিন্দা সেই প্রতিযোগীর নাম লোকেশ কুমারী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি পোস্ট করেছেন বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো। তা দেখে চমকে গিয়েছে নেটদুনিয়া। ২০১৬-র লোকেশ কুমারীর সঙ্গে এই লোকেশের এত ফারাক! দেখলেও সত্যি তা বিশ্বাস করা মুশকিল।

Advertisement

বিগ বসের পর থেকেই নিজেকে বদলে ফেলার কাজে মন দিয়েছিলেন লোকেশ। তাঁর ফিটনেসের দিকটি আগেই নজরে এসেছিল নেটিজেনদের। জিমে কসরতের ছবি-ভিডিয়ো প্রায়শই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন তিনি। কিন্তু এ বার নেটদুনিয়া মজল তাঁর রূপের পরিবর্তনে।

কিন্তু মেকওভারের জেরে তাঁর রূপ বদলে চমকে গিয়েছে নেটদুনিয়া। নিজের সাম্প্রতিক ছবি পোস্ট করে লোকেশ লিখেছেন, ‘‘আমার পরিবর্তন দেখে ভয় পেয়ে যাবেন না। নিজের পরিবর্তন ঘটিয়ে ঝকঝকে থাকতে পছন্দ করি আমি।’’ দেখুন লোকেশ কুমারীর ছবি–ভিডিয়ো—

Advertisement

Hey guys don't be #scared sometimes change every time one look I can't keep it so change it and give me #rise #freshness #power so take a #chillpill 🤗

A post shared by Lokesh Sharma (@thelokeshbb10) on

আরও পড়ুন: সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে লুকিয়ে আফ্রিকান সাফারি কিয়ারার? জল্পনা তুঙ্গে তুলল ভিডিয়ো

আরও পড়ুন: সইফের হাত ধরে বলি অভিষেক ঘটছে এক কালের হট নায়িকার এই মেয়ের

🍷

A post shared by Lokesh Sharma (@thelokeshbb10) on

বিগ বস প্রতিযোগী লোকেশ কুমারীর আগেকার ছবি। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement