Viral

বিয়ে হয়ে গিয়েছে, মধুচন্দ্রিমার ছবি দিয়ে জানালেন রাখী সবন্ত

“আমি ভয় পেয়ে গিয়েছিলাম, হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি। আমি আজ এই খবর জানাচ্ছি।”

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ১৬:৫৮
Share:

ছবিটি রাখী সবন্তের ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিয়ে হয়ে গিয়েছে, জানিয়ে দিলেন অভিনেত্রী রাখী সবন্ত। সম্প্রতি রাখীর বিয়ের কিছু ছবি প্রকাশ্যে আসে। কিন্তু রাখী তখন জানান, এটি বিয়ের সাজে ফটোশ্যুট, তিনি এখনও একাই আছেন। কিন্তু এখন জানা যাচ্ছে সেই ছবি তাঁর বিয়েরই ছিল। মধুচন্দ্রিমার খবরপ্রকাশ পাওয়ার পর এ বার রাখী জানালেন, এক অনাবাসী ভারতীয় ব্যবসায়ীকে বিয়ে করেছেন।

Advertisement

এক সংবাদপত্রকে রাখী জানিয়েছেন, “আমি ভয় পেয়ে গিয়েছিলাম, হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি। আমি আজ এই খবর জানাচ্ছি।” আসলে রাখী বলতে চেয়েছেন, তিনি না চাইতেও বিয়ের কথা প্রকাশ্যে চলে আসায় তিনি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি এখন জানাচ্ছেন বিয়ে হয়ে গিয়েছে তাঁর।

স্বামী সম্পর্কে কিছু তথ্যও দিয়েছেন রাখী। জানিয়েছেন, স্বামীর নাম রীতেশ এবং তিনি এখন ইংল্যান্ডে থাকেন। আসলে রীতেশ ইতিমধ্যেই ইংল্যান্ড চলে গিয়েছেন। রাখীর ভিসা পাওয়ার প্রক্রিয়া চলছে, কিছুদিন পর তিনিও ইংল্যান্ডে স্বামীর কাছে যাবেন। তবে ভারতে তিনি যেমন কাজ পাবেন, করবেন। তাঁর টিভি সিরিজ প্রডিউস করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন রাখী, আশা এবার সেই ইচ্ছে পূরণ হবে। এমন সুন্দর স্বামী পাওয়ার জন্যঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন রাখী।

Advertisement

আরও পড়ুন : একরত্তি দিদির তাত্ক্ষণিক বুদ্ধির জোরে বেঁচে গেল ভাই!

আরও পড়ুন : ভিডিয়ো গেমের মতো চালানো যাবে ইজরায়েলের স্বয়ংক্রিয় এই ট্যাঙ্ক

Good morning sweetheart fans

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

Trust me im happy and having fun thanks to God and my janta fans 🙏💋💋💋💋😘😘🥰 im in love 🥰

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

এক টিভি চ্যানেলে তাঁর সাক্ষাত্কার দেখার পরই রীতেশ তাঁর ফ্যান হয়ে যান বলে জানিয়েছেন রাখী। দু’জনের হোয়াটসঅ্যাপ আদানপ্রদানও শুরু হয়। পরে দু’জনে কথাও বলেন। বন্ধুত্ব থেকে সম্পর্ক একটু একটু করে এগোয়। রীতেশকে জানার পর তাঁর স্ত্রী হওয়ার প্রার্থনা করতে শুরু করেন ঈশ্বরের কাছে।

সোশ্যাল মিডিয়ায় মধুচন্দ্রিমার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রাখী। সেখানে তাঁকে লাল পোশাকে, হাতে মেহেন্দি ও সিঁদুরে দেখা গিয়েছে। এমনকি রীতেশের নাম লেখাব্রেসলেটও দেখা যায় হাতে। তবে রীতেশের নাম কালো রং দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হয়তো প্রথমে স্বামীর পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন রাখী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement