Viral

বালিতে অঙ্কিতার সঙ্গে মিলিন্দের একান্তে সময় কাটানোর ছবি ভাইরাল

বালির বিখ্যাত বেসাকি মন্দিরের পাথরের গেটে দু’জনে নাচের ভঙ্গিতে ছবি তুলেছেন। মিলিন্দের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন,‘বালি’উড ইন স্কাই

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ১০:০০
Share:

বালিতে মিলিন্দ, অঙ্কিতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বালিতে ছুটি কাটাচ্ছেন মিলিন্দ সোমান এবং তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। তাঁদের সেই ছুটি কাটানোর ছবি দেখলে আপনার মন খারাপ করতেই পারে। আর যদি মিলিন্দ ও অঙ্কিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করেন তবে দেখতে পাবেন তাঁরা কেমন সময় কাটাচ্ছেন।

Advertisement

বালির বিখ্যাত বেসাকি মন্দিরের পাথরের গেটে দু’জনে নাচের ভঙ্গিতে ছবি তুলেছেন। মিলিন্দের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন,‘বালি’উড ইন স্কাই।

মিলিন্দ সোমানের সঙ্গে অঙ্কিতাও তাঁর ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন।

Advertisement

আরও পড়ুন : রাম কপূরের নতুন লুক ভাইরাল, আগেই নাকি বেশি ভাল লাগতো!

আরও পড়ুন : ঘরের খাবার খেতে বলছে জোমাটো, কেবল টিভি দেখতে বলছে অ্যামাজন প্রাইম!

প্রথম সুপার মডেল মিলিন্দ সোমানের ফ্যান ফলোয়ার কম নয়। বড় পর্দাতেও কাজ করেছেন।কিছুদিন আগে বয়সে অনেকটা ছোট অঙ্কিতাকে বিয়ে করে ফের খবরের শিরোনামে চলে আসেন মিলিন্দ সোমান। এবার তাঁদের ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

'' !! 😊 !! 📷

'' !! 😊 !! 📷

'' !! 😊 !! 📷

!! 😊😊😊 !

!! 😊😊😊 !

😁 ' 😜 ' 😋😋

😁 ' 😜 ' 😋😋

❤️ 📸 (_)

❤️ 📸

(_)

💖 ❤️ (_)

💖 ❤️

(_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement