Viral

‘হাঁটু ছাড়া’ ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে করিনা!

শুধু করিনার হাঁটু নয় পায়ের সাইজ নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। অনেক নেটিজেনের দাবি, পায়ের সাইজ এডিট করে অর্ধেক করে ফেলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ ১৮:৫৩
Share:

করিনা কপূরের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া ছবি।

ফিটনেস নিয়ে সদা সচেতন অভিনেত্রী করিনা কপূর। ছেলে তৈমুর হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে ফের আগের চেহারায় ফিরিয়ে আনেন। সেই করিনা এবার তাঁর ‘খোলা পায়ের’ ছবি পোস্ট করেছেন। তাতে হাঁটুর জায়গাটি স্বাভাবিক লাগছে না। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হচ্ছে করিনাকে।

Advertisement

একটি লাইফস্টাইল ম্যাগাজিনের জন্য ছবিটি তুলিয়েছেন করিনা। ছবিটি সোমবারই ওই ম্যাগাজিন ও করিনার ইনস্টাগ্রাম হ্যান্ডলে তা পোস্ট হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, খোলা চুল, নীলাভ ধূসর একটি রোম্পার পরে রয়েছেন করিনা। হাঁটুর অনেকটা উপরে শেষ হয়ে গিয়েছে রোম্পারটি।

করিনাকে যথারীতি সুন্দর লাগছে এই ছবিতে। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু ছবিতে করিনার হাঁটুর অংশটি স্বাভাবিক লাগছিল না। নেটিজেনদের দাবি, ফটোশপে অতিরিক্ত এডিট করে হাঁটুর দাগগুলি মুছে দেওয়া হয়েছে, তাই এমন লাগছে। আর এক ইউজার লিখেছেন, এত বেশি রিটাচ দেওয়া হয়েছে যে হাঁটু উধাও হয়ে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: নুড প্যান্টসুটে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন অনুষ্ঠানে করিনা কপূর

আরও পড়ুন: মাত্র ৯ সেকেন্ডে ঝঞ্ঝট ছাড়াই ছাড়ানো হয়ে গেল সেদ্ধ ডিম, ভাইরাল ভিডিয়ো

শুধু করিনার হাঁটু নয় পায়ের সাইজ নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। অনেক নেটিজেনের দাবি, পায়ের সাইজ এডিট করে অর্ধেক করে ফেলা হয়েছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও এমন ছবি পোস্ট করে কটাক্ষের মুখে পড়তে হয়েছে করিনা কপূরকে।

আরও পড়ুন: চার তলার উপর সঙ্কীর্ণ অংশে হাঁটছে একলা শিশু, দেখুন শেষে কী হল!

দেখুন করিনার সেই পোস্ট:

Whats your 2020 Plan ? ❤️ . . . . GoodNewwz In cinemas ! Book your tickets now! Link in bio. 💋

A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement