বাঘের ‘খোঁজে’ বিগ-বি। ফাইল চিত্র।
অপটিক্যাল ইলিউশনের বিভিন্ন ছবি নিয়ে প্রায়শই মেতে ওঠেন নেটাগরিকরা। লকডাউনে ঘরবন্দি থেকে অধিকাংশ জনেরই সময় কাটছে সোশ্যাল মিডিয়ায়। এই আবহে একটি ছবিতে মোট ক’টা বাঘ দেখা যাচ্ছে, তা নিয়ে তরজা চলছে নেটাগরিকদের মধ্যে। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও মেতেছিলেন সেই ছবি নিয়ে।
ঈশ্বরমানির নামের এক টুইটার ব্যবহারকারী ছবিটি পোস্ট করেছিলেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। সই ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘‘এই ছবিতে ক’টি বাঘ দেখতে পারছেন?’’ আপাত দৃষ্টিতে ছবিতে দেখা যাচ্ছে বাঘের একটি পরিবারকে। বাঘ, বাঘিনী ও তাদের দুই শাবককে দেখা যাচ্ছে সেখানে। কিন্তু ভাল করে দেখলে ডালপালার আড়ালে আরও অনেক বাঘের মুখ দেখা যাবে।
অমিতাভ বচ্চন সেই ছবিতে ১১টি বাঘকে চিহ্নিত করতে সমর্থ হয়েছিলেন। দেখুন বচ্চনের সেই পোস্ট—
কিন্তু অনেক নেটাগরিক ১১টিরও বেশি বাঘ খুঁজে পেয়েছেন সেই ছবিতে। বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ১৬টি বাঘ দেখেছেন সেই ছবিতে। তার সঙ্গে সহমত সোফি সি নামের এক টুইট ব্যবহারকারী।
অজয় সিংহ নামের এক টুইটার ব্যবহারকারী ১৮টি বাঘ খুঁজেছেন। কো কা নামের এক টুইটার ব্যবহারকারী দেখেছেন ২০টি বাঘ। কোথায় কোথায় বাঘ খুঁজে পেয়েছেন তা চিহ্নিতও করেছেন তাঁরা। সময় কাটাতে আপনিও লেগে পড়তে পারেন ব্যাঘ্র-সন্ধানে।