Viral

জেমস বন্ডের পরবর্তী ছবিতে ০০৭-এর ভূমিকায় এক কৃষ্ণাঙ্গ মহিলা!

বিশ্বের বহু অভিনেত্রী একাধিক বার জানিয়েছেন, বন্ড তাঁদের স্বপ্নের চরিত্র। তাঁরা যদি সুযোগ পান বন্ডের চরিত্রে স্বচ্ছন্দে অভিনয় করতে চান। এবার দেখার, ০০৭-এর চরিত্রে একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে দর্শকরা কতটা গ্রহণ করেন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৬:৫৪
Share:

লাশানা লিঞ্চ। ছবি: এফপি।

জেমস বন্ডের নতুন সিনেমায় ০০৭ চরিত্রে দেখা যাবে এক কৃষ্ণাঙ্গ মহিলাকে। হ্যাঁ ঠিকই পড়ছেন, ০০৭ চরিত্রে এতদিন যা ঘটেনি বা বন্ড প্রেমিরা যা কল্পনাও করতে পারেননি এবার তাই হতে চলেছে। জেমস বন্ডের পরবর্তী ছবিতে ০০৭ চরিত্রে দেখা যাবে লাশানা লিঞ্চকে। লাশানাকে শেষ দেখা গিয়েছিল ক্যাপ্টেন মার্ভেলের মারিয়া রামবিউ চরিত্রে।

Advertisement

জেমস বন্ডের সিনেমা মানেই, আধুনিক সব গ্যাজেট, গাড়ি আর মহিলাদের সঙ্গে প্রেম পর্ব। জেমস বন্ডের চরিত্রে শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ পর্যন্ত মোট সাত জন অভিনয় করেছেন। প্রত্যেক বারই ছক মেনে শ্বেতাঙ্গ পুরুষকে বাছা হয়েছে এই চরিত্রের জন্য। সেই চেনা ছকই এবার ভাঙতে চলেছে জেমস বন্ডের আগামী ছবি ‘বন্ড ২৫’-এ। একে মহিলা তার ওপর কৃষ্ণাঙ্গ ০০৭ পেতে চলেছেন জেমস বন্ড প্রেমীরা।

যাঁরা এই খবরে হতাশ হলেন, তাঁদের একেবারে হতাশ না হওয়ার রসদও আছে। ড্যানিয়েল ক্রেগ নতুন এই ছবিতে লিঞ্চ যিনি ‘নমি’ চরিত্রে অভিনয় করছেন, তাঁর হাতে ০০৭-এর দায়িত্ব তুলে দিলেও ‘এমআই৬’ এর অফিস ছেড়ে যাচ্ছেন না। সূত্রের খবর, ছবিতে দেখা যাবে নতুন এজেন্টের হাতে দায়িত্ব তুলে দিয়ে ডেস্ক জবে থাকছেন কমান্ডার বন্ড।

Advertisement

আরও পড়ুন : অবসর নিয়ে টেরিটোরিয়াল আর্মিতে কাজ করতে চান ধোনি

আরও পড়ুন : আল্লা সঙ্গে ছিলেন, বিশ্বকাপ জিতে বললেন অইন মর্গ্যান

ক্যাসিনো রয়্যাল, কোয়ান্টাম অব সোলেস, স্কাই ফল, স্পেকট্রার পর ড্যানিয়েল ক্রেগের এটি পঞ্চম বন্ড ছবি। এখনই তাঁর বয়স ৫১ বছর। তাই স্বাভাবিক ভাবেই স্পেকট্রার পরই প্রশ্ন উঠছিল পরবর্তী বন্ড কে? সেই প্রশ্নের এবার নির্দিষ্ট উত্তর মিলল। বিশ্বের বহু অভিনেত্রী একাধিক বার জানিয়েছেন, বন্ড তাঁদের স্বপ্নের চরিত্র। তাঁরা যদি সুযোগ পান বন্ডের চরিত্রে স্বচ্ছন্দে অভিনয় করতে চান। এবার দেখার, ০০৭-এর চরিত্রে একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে দর্শকরা কতটা গ্রহণ করেন। তবে নেটিজেন এখন থেকেই তাদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement