Krishna Shroff

সুইমিং পুলে বিকিনিতে উষ্ণতা ছড়ালেন টাইগারের বোন

সম্প্রতি সুইমিং পুলে বিকিনি পরে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবিও।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ১২:৪৬
Share:

টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

তিনি এখনও বলিউডে ডেবিউ করেননি। আদৌ করবেন কি না তাও খোলসা করেননি এই স্টার কিড। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা পাঁচ লক্ষের কাছাকাছি। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে তাঁর ছবিই যথেষ্ট। কিছুদিন আগে দুবাই গেটওয়েতে প্রেমিকের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সম্প্রতি সুইমিং পুলে বিকিনি পরে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবিও।

Advertisement

তিনি হলেন জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। বলিউড অভিনেতা টাইগার শ্রফের বোন। কালো রঙের বিকিনি পরে কৃষ্ণাকে লাগছে মোহময়ী। ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের বিকিনি পরে জলে পা ডুবিয়ে ওয়াইন খাচ্ছেন তিনি। সেই ছবি নিয়েই এখন সরগরম সোশ্যাল মিডিয়া।

ফ্যানেরা তো বটেই, বলিউডের বিভিন্ন নায়িকাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন কৃষ্ণার সেই পোস্টে। দিশা পটানি সেই ছবিতে পোস্ট করেছেন আগুনের স্টিকার। কৃষ্ণার মা আয়েশা শ্রফ সেই ছবিতে লিখেছেন, ‘মাই বিউটিফুল পুডিং’।

Advertisement

দেখুন কৃষ্ণার সেই পোস্ট—

☀️💦

A post shared by Krishna Jackie Shroff (@kishushroff) on

আরও পড়ুন: রানুর ভাইরাল হওয়া মেকআপের ছবি জাল! দেখুন আসল ছবি

Life’s good. 🌻

A post shared by Krishna Jackie Shroff (@kishushroff) on

আরও পড়ুন: ইচ্ছে ছিল গ্রাফিক ডিজাইনার হওয়ার, কিন্তু মায়ান্তির জীবন জড়িয়ে গেল ক্রিকেটের সঙ্গে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement