Vikrant Massey retirement announcement

বিক্রান্তের সিদ্ধান্ত নাকি প্রচার কৌশল! কী জানালেন ‘হাসিন দিলরুবা’ অভিনেতা হর্ষবর্ধন?

সোমবার সকালেই বিক্রান্ত ঘোষণা করেন, তিনি অভিনয়জীবন থেকে অবসর নিতে চাইছেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১১:৫২
Share:

(বাঁ দিকে) হর্ষবর্ধন রানে ‘হাসিন দিলরুবা’ ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত মাসের (ডান দিকে) সঙ্গে। ছবি: সংগৃহীত।

সত্যিই কি অভিনয় জীবনে অবসর নিতে চাইছেন বিক্রান্ত মাসি? না কি এটা কোনও প্রচার কৌশল! সোমবার সকালে বিক্রান্তের অবসর ঘোষণার খবর ছড়িয়ে পড়তে অনুরাগীরা যেমন আহত হয়েছিলেন, তেমনই ছড়িয়েছে জল্পনাও। অনেকেই বলছেন, হয়তো এটা বিক্রান্তের নতুন কোনও ছবির প্রচার কৌশল।

Advertisement

এ বার সেই সম্ভাবনার কথা উল্লেখ করলেন ‘হাসিন দিলরুবা’ ছবিতে বিক্রান্তের সহ-অভিনেতা হর্ষবর্ধন রানে। সমাজমাধ্যমে রানে জানান, তাঁর মনে হয় এটা জনসংযোগের একটা কৌশল মাত্র। তবে ওই ঘোষণার যদি সত্যতা থেকেও থাকে, রানে চান যেন ঠিক আমির খানের মতো অভিনয়ে ফিরে আসেন বিক্রান্ত। তিনি লেখেন, “বিক্রান্তের ভাবনাচিন্তা পরিষ্কার এবং কেন্দ্রাভিমুখী। আমি ওঁর কাজের নীতিকে যথেষ্ট শ্রদ্ধা করি। ‘হাসিন দিলরুবা’ করার সময়ই ওঁর অভিনয় পদ্ধতি দেখেছি আমি। আমি আশা করি বিক্রান্তও ছবি নির্মাণের কাজ নিয়ে ফিরে আসবেন, ঠিক যেমন অবসর ঘোষণার পর ফিরে এসেছিলেন আমির খান স্যর।” তবে এখানেই থেমে থাকেননি রানে। এর পর তিনি দাবি করেন, “আমি প্রার্থনা করি এটা যেন প্রচার কৌশলই হয়। হয়তো কোনও চিত্রনির্মাতা বিক্রান্তকে জোর করেছেন এমন করতে!”

সোমবার সকালে সমাজমাধ্যমে ‘টুয়েলফ্থ ফেল’ অভিনেতা বিক্রান্ত মাসি ঘোষণা করেন, “গত কয়েক বছর আমার কাছে অভূতপূর্ব ছিল। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যাঁরা আমাকে সমর্থন করেছেন। কিন্তু এ বার আমি এগিয়ে যেতে চাই। আমার মনে হয়েছে, এই সময় আমার বাড়িতে ফেরা উচিত একজন স্বামী হিসাবে, বাবা হিসাবে, ছেলে হিসাবে। এবং একজন অভিনেতা হিসাবেও। ফলে আগামী ২০২৫ সালে আমরা শেষ বারের মতো সাক্ষাৎ করব। যত ক্ষণ পর্যন্ত না আমার মনে হয় সঠিক সময় এসেছে।”

Advertisement

এই পোস্টে দিয়া মির্জা, ভূমি পেডনেকর, এষা গুপ্তা থেকে শুরু করে ব্রিটিশ মডেল-অভিনেত্রী স্বপ্না পাব্বিও মন্তব্য করেছিলেন। অবাক হয়েছিলেন অনুরাগীরা, আবার বিক্রান্তের সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement