Vikrant Massey

শাহরুখের গান ‘তু হ্যায় মেরি কিরণ...’ নিয়েও হতে পারত বিতর্ক! কেন এমন বললেন বিক্রান্ত?

বিক্রান্তের ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ছবিতে বিক্রান্তের পাশাপাশি রয়েছেন তাপসী পন্নু। অনেকেই এই ছবির বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৪:২৩
Share:

‘ডর’ নিয়ে মুখ খুললেন বিক্রান্ত ম্যাসি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

তিন দশক আগে ‘নীতিপুলিশি’র বাড়াবাড়ি থাকলে শাহরুখ খানের জনপ্রিয় গানও হতে পারত সমালোচনার শিকার। এমনই মন্তব্য করলেন বিক্রান্ত ম্যাসি।

Advertisement

সম্প্রতি বিক্রান্তের ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ছবিতে বিক্রান্তের পাশাপাশি রয়েছেন তাপসী পন্নু। অনেকেই এই ছবির বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলছেন। সেই প্রসঙ্গেই বিক্রান্ত তুলেছেন ১৯৯৩ সালের ছবি ‘ডর’-এর কথা। তাঁর দাবি, বর্তমান প্রজন্ম এত বেশিনীতি পুলিশিতে মত্ত যে, সেই সময় তারা থাকলে শাহরুখ খানের জনপ্রিয় গান, ‘তু হ্যায় মেরি কিরণ...’-এর মধ্যেও কোনও বৈষম্য, অসম্মান খুঁজে বার করত।

২০১৩ সালে ‘লুটেরা’ ছবিতে আত্মপ্রকাশ করেন বিক্রান্ত। সম্প্রতি বিধু বিনোদ চোপড়ার ‘১২ ফেল’ ছবি তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে। এর মাঝে তিনি অভিনয় করেছেন ‘হাফ গার্লফেন্ড’, ‘দিল ধড়কনে দো’, ‘আ ডেথ ইন গঞ্জ’, ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-র মতো ছবিতে । ২০২১ সালে মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রান্ত দাবি করেন, “আজকের দিনে যদি ‘জাদু তেরি নজ়র’ গানটি লেখা হত তা হলে অতি উৎসাহীরা সেটিকেও সমালোচনা করতেন। তা হলে কোথায় সীমারেখা নির্ধারণ করা হবে!”

Advertisement

বিক্রান্ত-তাপসীর আসন্ন ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’-তে মোহান্ধতা, বিষাক্ত প্রেমের বিষয়টি উঠে আসছে। বাস্তবে এ ধরনের সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে বর্তমান সমাজ যথেষ্ট ধন্দে রয়েছে বলেও তাঁর দাবি। গত এক দশকে শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে নীতিপুলিশির বাড়বাড়ন্ত শিল্পের ক্ষতি করছে বলেও তাঁর অভিমত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement