প্রয়াত ‘মার্শাল আর্ট’ প্রশিক্ষক
প্রয়াত তামিলনাড়ুর ২৯ বছরের কলরী পায়ট্টু প্রশিক্ষক গিরিধরন। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার পরই এই ঘটনা ঘটে। এক চ্যানেলে ক্যারাটে বিষয়ে কথা বলার পাঁচ মিনিটের মধ্যেই প্রয়াত গিরিধরন।রবিবার একটি ইউটিউব চ্যানেলে ‘মার্শাল আর্ট’-এর প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি। কয়েক মিনিট পর হঠাৎই মাটিতে পড়ে যান গিরিধরন। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় হতবাক সবাই। খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। গিরিধরনের দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এর মাঝেই পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে,কোনও বিশ্রাম ছাড়াই ইউটিউবের এই ভিডিয়োর জন্য পরিশ্রম করছিলেন গিরিধরন। তবে এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এক চ্যানেলের তরফে জানানো হয়, মাত্র পাঁচ মিনিটের সাক্ষাৎকার ছিল। শারীরিক অসুস্থতার কথা নিজেই জানিয়েছিলেন গিরিধরন। সাক্ষাৎকার স্থগিত করার জন্যও বলেন। চেন্নাইয়ে এক মার্শাল আর্ট স্কুলের মালিক গিরিধরন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।