Vikrant Massey

নতুন জুটি

উত্তর ভারতের প্রেক্ষাপটে প্রেমের গল্প বলবে এই ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৫:১৬
Share:

বিক্রান্ত ও সানিয়া।

এই প্রথম একসঙ্গে কাজ করতে চলেছেন বিক্রান্ত মেসি ও সানিয়া মলহোত্র। শাহরুখ খানের রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ও দৃশ্যম ফিল্মসের পরবর্তী প্রযোজনা ‘লাভ হস্টেল’। ক্রাইম-থ্রিলার এই ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত ও সানিয়া। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শঙ্কর রমন। চিত্রনাট্যও তাঁরই লেখা।

Advertisement

উত্তর ভারতের প্রেক্ষাপটে প্রেমের গল্প বলবে এই ছবি। তারা নিজেদের প্রেম বাঁচাতে কত দূর যাবে, তা নিয়েই ছবির প্লট। তবে এ প্রেমের সফর খুব একটা মসৃণ হবে না। এক অর্থলোলুপের হাতে গল্প ঘুরবে অন্য পথে।সাবপ্লটে ক্ষমতার লড়াই, রাজনীতি এবং রক্তক্ষয়ও থাকবে। ২০২১-এর গোড়ার দিকেই শুরু হবে শুটিং, ছবিটি মুক্তিও পাবে আগামী বছর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement