নয়নতারা-ধনুষ বিবাদ, কী করলেন স্বামী বিগ্নেশ? ছবি: সংগৃহীত।
দক্ষিণী বিনোদন দুনিয়ায় প্রথম সারির অভিনেত্রীর মধ্যে নাম আসে নয়নতারার। অন্য দিকে, ধনুষ একাধারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক। সম্প্রতি পরস্পরকে প্রকাশ্যে কটাক্ষ করেছেন তাঁরা। নয়নতারার জীবন নির্ভর তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ নিয়ে আইনি বিরোধে জড়িয়ে পড়েন তাঁরা। আইনি লড়াই সংক্রান্ত কথাবার্তা থেকে ক্রমে তা ব্যক্তিগত আক্রমণে গিয়ে দাঁড়ায়। সমাজমাধ্যমে প্রকাশ্যে একে অপরকে বিঁধতে থাকেন দুই তারকা। এ বার এই ঘটনায় বড় পদক্ষেপ করলেন নয়নতারার স্বামী বিগ্নেশ শিবন।
পেশাগত দিক থেকে বিগ্নেশও বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। স্ত্রীর সঙ্গে অন্য তারকার বিবাদের জেরে নিজের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) মুছে ফেললেন তিনি। উল্লেখ্য, এই এক্স প্ল্যাটফর্মেই স্ত্রী নয়নতারার সঙ্গে তরজা চলেছে ধনুষের। স্ত্রীকে নিয়ে কটাক্ষ দেখতে চান না বলেই কি তাঁর এই পদক্ষেপ? নাকি স্ত্রী এত বড় বিবাদে জড়িয়েছেন দেখেও কোনও রকম আমল না দিয়ে সরে পড়লেন নির্বিবাদী বিগ্নেশ? উত্তর অবশ্য মেলেনি। কারণ, বিগ্নেশের এই পদক্ষেপ নিয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি দম্পতির তরফে।
ধনুষের অভিযোগ, তথ্যচিত্রে তিন সেকেন্ডের জন্য ধনুষ প্রযোজিত ছবি ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করা হয়েছে। এ ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন নয়নতারা। অভিনেতার দাবি, বিনা অনুমতিতে ঝলকটি নাকি ব্যবহার করেছেন নয়নতারা। এর পরেই তাঁকে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠান প্রযোজক-অভিনেতা। এর পর খোলা চিঠিতে ধনুষকে প্রকাশ্যে জবাব দিয়েছিলেন নয়নতারা।
দক্ষিণী অভিনেত্রী লিখেছিলেন, “আপনি নিজেকে যতটা দেখান ততটা আপনি মোটেই নন। কারণ, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে গিয়ে একটু বেশিই বলেন। এই তো আপনার চরিত্র!” তিনি আরও যোগ করেন, “তিন সেকেন্ডের ঝলক দেখানোর অনুমতি চেয়ে কমবেশি আড়াই বছর লড়তে হয়েছে আপনার সঙ্গে। তার পরেও আপনার অনুমতি পাইনি! শেষে সমস্ত অংশ বাদ দিয়ে সমাজমাধ্যম থেকে ছবির সামান্য কিছু অংশ নিয়েছিলাম। তাতেও এত কাণ্ড!”