‘টিপ টিপ বরসা পানি’ গানের দৃশ্যে অক্ষয় ও রবিনা। ছবি: সংগৃহীত।
হলুদ শিফনের শাড়ি জড়ানো ভেজা শরীরে। রবিনা ট্যান্ডনের শরীরী হিল্লোল, অক্ষয় কুমারের সঙ্গে উদ্দাম উষ্ণতা বিনিময় ঝড় তুলেছিল এক সময়ে। নব্বইয়ের দশকে ‘মোহরা’ ছবিতে ‘টিপ টিপ বরসা পানি’ গানে জুটির নাচ আজও চর্চিত বলিউড ও দর্শকমহলে। বর্তমানে রিমিক্সের জমানায় ক্যাটরিনা কইফ ও অক্ষয় এই গানের দৃশ্য ‘রিক্রিয়েট’ করলেও রবিনা-অক্ষয়ের সেই নাচ আজও প্রথম পছন্দ দর্শকমনে। অন্তত সমাজমাধ্যমে মন্তব্যের ভিড় থেকে তা-ই মালুম পড়ে। কিন্তু এই দৃশ্যের শুটিংয়ে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে রবিনাকে। একটি সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেত্রী।
কৃত্রিম বৃষ্টিতে শুটিং, তাই জল তুলনামূলক বেশ ঠান্ডা ছিল। কিন্তু সব থেকে বড় কথা হল, অভিনেত্রীর সেই সময় ঋতুচক্র চলছিল। কিন্তু শুটিংয়ের কারণে সেই অবস্থাতেই সব ভিজিয়ে ফেলতে হয়েছিল তাঁকে। সাধারণত উত্তেজক গানের শুটিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এমনই জানিয়েছেন রবিনা। কিন্তু এই গানের ক্ষেত্রে তিনি নিশ্চিত ছিলেন, শুটিংয়ে তাঁকে কোনও ধরনের অস্বস্তির মুখোমুখি হতে হবে না। অভিনেত্রীর কথায়, “গানটি অসাধারণ, নাচের দৃশ্য কামোত্তেজক হলেও অশ্লীল বলা চলে না। আমার ফিল্মি কেরিয়ারে আমি কখনওই কোনও অশ্লীল কাজকে জায়গা দেব না।”
‘সূর্যবংশী’ ছবিতে ক্যাটরিনা-অক্ষয়ের এই গানের রিমেক নিয়ে রবিনার তরফে কোনও সমালোচনা নেই। বরং তিনি বলেন, “গানে তাঁরা নতুন ভাবে প্রাণ ঢেলেছেন। আমার গানের রিমেক হলে ভালই লাগে।” তিনি আরও যোগ করেন। “নিজের ছবির গানে অনেক নাচ করেছি। এখন বাকিরা করলে মনে হয় আমার করে যাওয়া কাজ তাঁরা পুনরায় করছেন। আমার কাছে এটা জিতে যাওয়ার মতো।”