ভক্তের কোন স্বপ্ন পূরণ করলেন বিদ্যুৎ?
দামি অ্যাস্টন মার্টিন গাড়ির সামনে দাঁড়িয়ে বিদ্যুৎ জামওয়াল। হাত ধরে নিজের গাড়িতে তুলছেন এক কন্যেকে। ঝলসে উঠল পাপারাৎজিদের ক্যামেরা। সেই মেয়ের মুখে তখন তৃপ্তির হাসি। আর চোখেমুখে চূড়ান্ত উদ্দীপনা৷ হবে না-ই বা কেন! পছন্দের নায়ককে সামনে দেখলে এমন হওয়াই তো স্বাভাবিক!
তারকাদের দূর থেকে দেখা আর তাঁদের ছুঁতে পারার মধ্যে কিছু তো পার্থক্য থাকে। ঠিক তেমনটাই ঘটালেন বিদ্যুৎ। নিজের কয়েক কোটি টাকার গাড়ির সামনের আসনে অনুরাগীকে বসিয়ে পাড়ি দিলেন অভিনেতা। বিমানবন্দর থেকে অভিনেতারা বেরোচ্ছেন, ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। এ তো স্বাভাবিক দৃশ্য। কিন্তু বিদ্যুৎ যা করলেন, তা যে সত্যিই বিরল! অভিনেতার অনুরাগিণী নিজেও বোধহয় ভাবতে পারেননি এমন এক অভিজ্ঞতা হবে তাঁর।
কিছু দিনের মধ্যেই প্রযোজক বিদ্যুৎকে পেতে চলেছেন তাঁর অনুরাগীরা। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে সাজানো হয়েছে তাঁর প্রথম ছবির চিত্রনাট্য।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।