Vickey kaushal

জটাধারী এই অভিনেতার হাতে ‘নারায়ণাস্ত্র’, কী করছেন তিনি?

চরিত্রটি মহাভারতের। আর ইনি কৃষ্ণের অভিশাপে অমর। কুরু-পাণ্ডবের অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। পোস্টারে তাঁর চরিত্রে যাঁকে দেখা যাচ্ছে তিনি ভিকি কৌশল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২২:০২
Share:

ভিকি কৌশল।—ছবি : ইনস্টাগ্রাম

বিশাল এক যান্ত্রিক হাতের আঙুলের ডগায় দাঁড়িয়ে এক জটাধারী। হাতে ‘নারায়ণাস্ত্র’। কে আন্দাজ করুন তো!

Advertisement

ছোট্ট ইঙ্গিত দেওয়া যেতে পারে, চরিত্রটি মহাভারতের। আর ইনি কৃষ্ণের অভিশাপে অমর। কুরু-পাণ্ডবের অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। পোস্টারে তাঁর চরিত্রে যাঁকে দেখা যাচ্ছে তিনি ভিকি কৌশল। সোমবার ভিকি তাঁর পরবর্তী ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’র পোস্টার রিলিজ করলেন ইনস্টাগ্রামে।

বিবরণে লিখলেন, দু’বছর আগে ঠিক আজকের দিনেই, মুক্তি পেয়েছিল ‘উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক’। আর সেই ছবির দ্বিতীয় বর্ষপূর্তিতে ইমমর্টাল অশ্বত্থামার এক ঝলক। পুরাণের গল্পের উপর ভিত্তি করে সাই-ফাই ছবি বানিয়েছেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা, যার পরিচালক ও চিত্রনাট্যকার দুই-ই উরি খ্যাত আদিত্য ধর। উরিতেও উভয় ভূমিকাতেই ছিলেন তিনি। তার আগে সংলাপ লেখক ও সঙ্গীতকার হিসেবে কাজ করেছেন বেশ কিছু ছবিতে। উরি-ই চিত্রনাট্যকার ও পরিচালক হিসাবে খ্যাতি এনে দেয় আদিত্যকে। এ বারেও ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’য় দ্বৈত ভূমিকায় থাকবেন আদিত্য।

Advertisement

ইনস্টাগ্রামে দু’টি পোস্টার রিলিজ করে অভিনেতা ভিকি কৌশল জানিয়েছেন, এ রকম একটি ছবিতে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি।

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

আরও পড়ুন : কতগুলি সন্তান চান? কী বললেন প্রিয়ঙ্কা চোপড়া

আরও পড়ুন :মিটু কাঁটায় বিদ্ধ দীপাংশুকে নিয়ে প্রথম বার মুখ খুলল টলিউড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement