(বাঁ দিকে) ভিকি কৌশল। ক্যাটরিনা কইফ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে অবশেষে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাত পাক ঘোরেন তাঁরা। তাঁদের প্রেম নিয়ে বলিপাড়ায় ফিসফাস থাকলেও বিয়ের আগে কখনও নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। বিয়ের পরে অবশ্য দুই তারকার সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্কের রসায়ন। তবে ক্যাটরিনা ও ভিকির দাম্পত্য জীবন যে একেবারেই মসৃণ, তা নয়। ক্যাট ও ভিকির বয়সের ফারাক বছর পাঁচেকের। তবে বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। ক্যাটের সঙ্গে পেশাগত জীবন নিয়ে খোলামেলা ভাবেই আলোচনা করেন ভিকি। তাঁর কাছে পরামর্শ নেন ভিকি, ক্যাটও ভুল ধরিয়ে দেন তাঁর। মাঝেমধ্যে তো ক্যাটের ভয়ে বাড়িতে কাঁটা হয়ে থাকেন ভিকি! এমন স্বীকারোক্তি ভিকির নিজেরই। চলতি বছরে বক্স অফিসে ক্যাটের মুখোমুখি হতে চলেছেন ভিকি। আগে থেকেই কি তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভিকি?
চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে সলমন খান ও ক্যাটরিনার ছবি ‘টাইগার ৩’। তার পরে বছরের শেষের দিকে মুক্তি পাবে শ্রীরাম রাঘবন পরিচালিত ছবি ‘মেরি ক্রিসমাস’। সেই ছবিতে বিজয় সেতুপতি, রাধিকা আপ্তের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা। অন্য দিকে ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ভিকির ‘স্যাম বাহাদুর’ ছবির। আগেও ক্যাটের ছবি, পরেও তাই। বক্স অফিসের লড়াইয়ের আগে কি চাপে রয়েছেন ভিকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখে পড়ে ভিকির উত্তর, ‘‘আমি তো ক্যাটের দুটো ছবির মাঝে স্যান্ডউইচ হয়ে গিয়েছি। সত্যি বলতে, খুব একটা খারাপ বিষয় নয় এটা!’’ ভিকির গলায় তখন মশকরার সুর। বক্স অফিসের লড়াই যে স্বামী-স্ত্রীর সমীকরণে কোনও প্রভাব ফেলেনি, তা স্পষ্ট ভিকির উত্তরে।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কপূরের ‘অ্যানিমাল’-ও। সে ক্ষেত্রে বক্স অফিসে রীতিমতো সম্মুখ সমরে ক্যাটের প্রাক্তন প্রেমিক ও বর্তমান স্বামী। তবে রণবীরকে নিয়ে কোনও রকম তিক্ততা নেই ভিকির মনে। বরং অভিনেতা হিসাবে রণবীর তাঁকে অনুপ্রাণিত করেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন ভিকি।