Haimanti Shukla

আড্ডা আর সুরের সাধনা, সরস্বতী পুজোয় হৈমন্তীর স্পেশ্যাল রান্নাবান্না

স্বর্ণযুগের শিল্পী স্বয়ং যেন দেবী প্রতিমা। রানি পাড় সাদা খোলের সিল্কের শাড়ি, কপাল জোড়া টিপ, চেনা হাসিতে হৈমন্তী একের পর এক গাইলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:০০
Share:

হৈমন্তী শুক্লার সঙ্গে অপরাজিতা আঢ্য ও রক্তিম সামন্ত

কখনও শুনেছেন, যিনি ভাল গাইতে পারেন তিনি দক্ষ রাঁধুনি? সরস্বতী পুজোর দুপুরে তানপুরার পাশাপাশি জমিয়ে রাঁধতে রাঁধতে এ কথা ফাঁস করলেন শিল্পী হৈমন্তী শুক্লা।
স্টার জলসার ‘রান্নাবান্না’ সেটেও এ দিন বাগদেবীর আরাধনা। সঞ্চালিকা অপরাজিতা আঢ্যের পরনে হলুদ শাড়ি। ‘গোপাল’ রক্তিম সামন্তও হলুদ পাঞ্জাবিতে বাসন্তী আমেজে। স্বর্ণযুগের শিল্পী স্বয়ং যেন দেবী প্রতিমা। রানি পাড় সাদা খোলের সিল্কের শাড়ি, কপাল জোড়া টিপ, চেনা হাসিতে হৈমন্তী একের পর এক গাইলেন, ‘গানই আমার সর্বশ্রেষ্ঠ সাধনা’, ‘এমন স্বপ্ন কখনও দেখিনি আমি’, ‘আমি তোমার প্রেমে হব’র মতো গান। গলা মেলালেন অপরাজিতাও।
সেট জুড়ে আলপনা, মঙ্গলঘট, গায়ে স্বস্তিকা চিহ্ন। তাতে সাজানো আমের পল্লব। হলুদ গাঁদার মালা দুলছে এদিক সেদিকে।
সেই সময়েই শিল্পী জানালেন, ‘‘বাবা বলতেন, যে ভাল রান্না করে সে ভাল গান গায়।’’ গানের পাশাপাশি হৈমন্তী এ দিন দর্শকদের উপহার দিলেন চাল-ফুলকপির ঘণ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement