Nitin Manmohan

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘বোল রাধা বোল’ নির্মাতা, সেরা চিকিৎসাতেও সাড়া দিলেন না

চিকিৎসকরা জানিয়েছিলেন, নিতিন মনমোহনের অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট আগের দিনও আশানুরূপ ছিল। তা সত্ত্বেও অধিক সাবধানতা অবলম্বন করতে প্রযোজককে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১২:৫৭
Share:

প্রয়াত বলিউড প্রযোজক নিতিন মনমোহন। ছবি: সংগৃহীত।

বছর শেষে আরও এক মৃত্যুর ছায়া ছবির জগতে। মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত বলিউডের প্রযোজক নিতিন মনমোহন। ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘বোল রাধা বোল’(১৯৯২) নির্মাতা।

Advertisement

গত ৩ ডিসেম্বর হৃদ‌্‌রোগে আক্রান্ত হয়েছিলেন নিতিন। সঙ্গে সঙ্গে তাঁকে কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শুশ্রূষা চলছিল। গত ১৫ দিন ভেন্টিলেশনে ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রযোজক বন্ধু কালিম খান নিতিনের মৃত্যুর খবর জানান।

যদিও হাসপাতাল সূত্রে খবর ছিল, নিতিনের অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট আগের দিনও আশানুরূপ ছিল। তা সত্ত্বেও অধিক সাবধানতা অবলম্বন করতে প্রযোজককে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সেরা চিকিৎসা পরিষেবা পাচ্ছিলেন নিতিন। তবু শেষরক্ষা হয়নি।

Advertisement

কিছু দিন আগেই নিতিনের কন্যা প্রাচী বলেন, “বাবার জ্ঞান ফিরছে না। অবস্থা ভাল নয়।” নিতিনের অসুস্থতার খবর পেয়ে পুত্র সোহম মনমোহন দুবাই থেকে এসে পড়েছিলেন ৩ তারিখেই। হাসপাতালে ঠায় বসেছিলেন। বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান নিতিনের দুই পুত্রকন্যা।

হিন্দি ছবির দুনিয়ায় অল্প সময়েই অনেকখানি অবদান রেখেছিলেন নিতিন। ‘বোল রাধা বোল’ ছাড়াও তাঁর প্রযোজিত কয়েকটি জনপ্রিয় ছবি ‘বোল’(১৯৯২), ‘আর্মি’ (১৯৯৬), ‘শুল’(১৯৯৯), ‘লভ কে লিয়ে কুছ ভি করেগা’ (২০০১), ‘দুস’ (২০০৫), ‘রেডি’ (২০১১) ইত্যাদির নাম মনে রেখেছেন দর্শক। প্রযোজনার পাশাপাশি তিনি পরিচালনা এবং চিত্রনাট্য লেখার কাজও করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement