যে অভ্যাস ত্যাগ করতে না পারলে জাভেদ আখতারের হতে পারত অকালমৃত্যু। ছবি: সংগৃহীত।
স্পষ্টবাদী বলে বেশ নাম ডাক রয়েছে জাভেদ আখতারের। তবে নিজের অকপট স্বীকারোক্তির কারণে বিড়ম্বনাও যে কম পোহাতে হয়েছে তাঁকে এমনটা নয়। জাভেদ আখতার সম্প্রতি আরবাজ খানের শো-তে অতিথি হয়ে আসেন। সেখানেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রকম রাখঢাক না করেই আলাপচারিতায় মাতেন মায়ানগরীর এই বর্ষীয়ান গীতিকার। বললেন নিজের বদ অভ্যাসের কথাও। জানালেন সেই অভ্যাস না ছাড়লে তাঁর মৃত্যু ছিল অনিবার্য।
জাভেদ জানান, খুব অল্প বয়সেই তিনি সুরার প্রতি আসক্ত হয়ে পড়েন। কোনও দুঃখ ভুলতে নয়, বরং মদ্যপান তাঁকে আনন্দ দিত। পরে তা অভ্যাসে পরিণত হয়। স্নাতক শেষ করে মুম্বই আসার পর থেকেই মদের নেশায় আসক্ত হতে শুরু করেন তিনি। ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়। তবে এক সময় বুঝতে পারেন এই নেশা না ছাড়ালে অকালমৃত্যু হতে পারে তাঁর। জাভেদের কথায়, ‘‘বুঝতে পারি এই নেশা না ছাড়লে ৫২-৫৩ বছরেই মরে যাব।’’
তা হলে কী ভাবে মুক্ত হলেন এই নেশার কবল থেকে? গীতিকার বলেন, ‘‘১৯৯১ সালের ৩১ জুলাই আমি শেষবার এক বোতল রাম খাই। তার পর থেকে মদ্যপান একেবারে ছেড়ে দিই। এত গুলো বছরে এক চুমুকও পান করিনি। আসলে ইচ্ছা শক্তির থেকে বড় আর কোনও কিছুই হয় না। বেঁচে থাকার নেশার থেকে বড় আর কোনও নেশা হয় না।’’