Varun Dhawan

বরফে মোড়া আল্পসের সামনে প্রেমিকার সঙ্গে বর্ষবরণ বরুণ ধওয়নের

গত কয়েক বছর ধরেই নাতাশার সঙ্গে সম্পর্ক বরুণের। তাঁরা স্বীকারও করে নিয়েছেন সম্পর্কের কথা। ‘কফি উইথ কর্ণ’ শো-এর ষষ্ঠ সেশনে নাতাশার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন বরুণ। এও জানান, ভবিষ্যতে তাঁদের বিয়ের পরিকল্পনা আছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ১৫:৪৭
Share:

সুইৎজারল্যান্ডে বরুণ-নাতাশা। ছবি: ইনস্টাগ্রাম

প্রেমিকা নাতাশার সঙ্গে সুইৎজারল্যান্ডেই নতুন বছরকে স্বাগত জানালেন অভিনেতা বরুণ।

Advertisement

ক্যালেন্ডারে ২০২০ শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দু’জনকেই দেখা যাচ্ছে কালো লেদার জ্যাকেটে। তুষারাবৃত আল্পসের সামনে দাঁড়িয়ে আছেন দু’জনে। ছবির ক্যাপশনে বরুণ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

গত কয়েক বছর ধরেই নাতাশার সঙ্গে সম্পর্ক বরুণের। তাঁরা স্বীকারও করে নিয়েছেন সম্পর্কের কথা। ‘কফি উইথ কর্ণ’ শো-এর ষষ্ঠ সেশনে নাতাশার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন বরুণ। এও জানান, ভবিষ্যতে তাঁদের বিয়ের পরিকল্পনা আছে।

Advertisement

এ বছর মুক্তি পাবে বরুণের ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রি ডি’। ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কপূর এবং নোরা ফতেহি। পাশাপাশি, ‘কুলি নম্বর ১’-এও দেখা যাবে বরুণকে। এই ছবিতে তাঁর নায়িকা সারা আলি খান। বরুণের শেষ ছবি ‘কলঙ্ক’ গত বছর হিট হয়নি।

আপাতত বক্স অফিসের চিন্তা থেকে দূরে ছুটি কাটাচ্ছেন তিনি। সুইৎজারল্যান্ডে তাঁর সঙ্গে দেখা হয়েছে টিনসেল টাউনের বাকি তারকাদের সঙ্গেও। তাঁদের মধ্যে বিরুষ্কা ছাড়াও আছেন করিশ্মা ও করিনা কপূর। সবার সঙ্গে ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘সুই ধাগা’-র নায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement