ওই ব্যক্তির চিৎকার শুনেই গাড়ি থেকে নেমে আসেন বরুণ। ছবি-ভিডিয়ো থেকে নেওয়া।
বরুণের ছবি তুলতে গিয়েছিলেন এক ফটোগ্রাফার। আর তাতেই ঘটল বিপত্তি। সেই ব্যক্তির পায়ের ওপর দিয়ে চলে গেল বরুণের গাড়ি। যন্ত্রনায় চিৎকার করে উঠলেন তিনি।
বৃহস্পতিবার রাত্রে গার্লফ্রেন্ড নাতাশা দালালকে নিয়ে পরিচালক শশাঙ্ক খৈতানের জন্মদিনে যাচ্ছিলেন বরুণ। শশাঙ্কের বাড়িতে ঢোকার মুখেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজিরা। ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। ভিড়ের মধ্যেই কোনওরকমে বরুণের ড্রাইভার অসাবধানে ঘটিয়ে ফেলেন ওই ঘটনা। ওই ব্যক্তির চিৎকার শুনেই গাড়ি থেকে নেমে আসেন বরুণ। খোঁজ নেন তিনি ঠিক আছেন কী না। না, বড় দুর্ঘটনা ঘটেনি। তবে হতে পারত। আর সে জন্যই পাপারাৎজির উপর কিছুটা রেগে গিয়েই বরুণ বলেন, “কবে তোমাদের ছবি তুলতে দিইনি আমি যে, এতটা হুড়োহুড়ি কর তোমরা? সব সময় পোজ দিই, যে রকমটা চাও।”
গাড়ি থেকে নেমে সেই ব্যক্তির খোঁজ নেওয়ার ঘটনায় খুশি বরুণ ফ্যানেরা। হাজার হোক তারকা—পাত্তা না দিয়ে চলে যেতে পারতেন তিনি। তা করেননি। ভোলেননি সাধারণ সৌজন্য। আর সে জন্যই সোশ্যাল মিডিয়ায় নেমেছে প্রশংসার ঢল।
আরও পড়ুন-মুভি রিভিউ ‘বরুণবাবুর বন্ধু’: প্রসাধন ছাড়া আয়নার সামনে দাঁড়াবার জন্য ছবিটি দেখার প্রয়োজন
দেখুন কী হয়েছে
A post shared by Voompla (@voompla) on