Varun Dhawan

এই কারণেই নাতাশার সঙ্গে বিয়ে পিছিয়ে দিচ্ছেন বরুণ?

জানা যাচ্ছে মন ভাল নেই বরুণের। এক্কেবারে ভেঙে পড়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৭
Share:

বরুণ এবং নাতাশা।

গার্লফ্রেন্ড নাতাশা দালালের সঙ্গে বিয়ে পিছিয়ে দিচ্ছেন বরুণ? আগামী মে মাসে হচ্ছে না তাঁদের বিয়ে? বলিপাড়ার গুঞ্জন কিন্তু সে রকমই। কী হয়েছে?

Advertisement

জানা যাচ্ছে মন ভাল নেই বরুণের। এক্কেবারে ভেঙে পড়েছেন তিনি। কারণ, তাঁর সাম্প্রতিক ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’-র বক্স অফিসে মুখ থুবড়ে পড়া। ছবিটি নিয়ে ভালই প্রত্যাশা ছিল বরুণের। একে নতুন প্রজন্মকে নিয়ে ছবি। অন্যদিকে নোরা, শ্রদ্ধার মতো হট তারকারা। ভরপুর এন্টারটেনমেন্ট এবং পরিচালক রেমো...কিন্তু শেষরক্ষা হল কই? শিকে ছিঁড়ল না বরুণের ছবির ভাগ্যে।

আর তাতেই নাকি বেজায় ঘাবড়ে গিয়েছেন বরুণ। তাই বিয়ে করে কাজ থেকে ফোকাস হারাতে চাইছেন না তিনি। কেরিয়ার পোক্ত করাতেই এখন তাঁর মন।

Advertisement

আরও পড়ুন-কৌশিক গঙ্গোপাধ্যায় এ বার ভিলেন বানাচ্ছেন প্রসেনজিতকে

দেখুন বরুণের কিছু ছবি

TU LAGDI 👫🔥💙 #SD3

A post shared by Varun Dhawan (@varundvn) on

‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ বক্স অফিসে মুখ থুবড়েছে ঠিকই, কিন্তু বরুণের ভাঁড়ার শূন্য, এ কথা ভুল। সামনে সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধে তাঁর ছবি আসছে ‘কুলি নম্বার ওয়ান’। হাতে রয়েছে ‘মিস্টার লেলে’-র কাজও।

আরও পড়ুন-গাড়ি দুর্ঘটনায় জখম সঙ্গীতশিল্পী সৌমিত্র রায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement