Karan Johar

সমকামী চরিত্রে নজর কাড়বেন কে?

কর্ণের ব্যানারে ‘দোস্তানা টু’, যেখানে সমকামী চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৬
Share:

আয়ুষ্মান ও কার্তিক

শকুন বত্রার ‘কপূর অ্যান্ড সন্স’ (২০১৬)-এ সমকামী চরিত্রে অভিনেতা খোঁজার জন্য হন্যে হয়ে ঘুরেছিলেন কর্ণ জোহর। চরিত্রটি শেষে করেছিলেন ফওয়াদ খান, যিনি পাকিস্তানের শিল্পী। ওই ছবি মুক্তি পাওয়ার চার বছরের মধ্যেই বলিউডের মানচিত্রে এতটাই পরিবর্তন এসেছে যে, এই মুহূর্তের দুই অন্যতম জনপ্রিয় নায়ক সমকামী চরিত্রে অভিনয় করছেন নির্দ্বিধায়। আয়ুষ্মান খুরানার ‘শুভ মঙ্গল জ়াদা সাবধান’ মুক্তি পাবে সামনেই। আর বছরের মাঝামাঝি আসতে পারে কর্ণের ব্যানারে ‘দোস্তানা টু’, যেখানে সমকামী চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

Advertisement

ছকভাঙা চরিত্রের জন্য আয়ুষ্মান ইতিমধ্যেই নিজের জমি পোক্ত করেছেন। আর সেই চেষ্টায় রয়েছেন কার্তিকও। পরপর নামী পরিচালক ও ব্যানারে ছবি করছেন অভিনেতা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, একই ধরনের চরিত্রে অভিনয় করলেও ছবি মুক্তির ব্যবধানের জন্য আয়ুষ্মান কি অতিরিক্ত মাইলেজ় পেয়ে যাবেন? নিজের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ না করে কার্তিক ঘুরিয়ে জবাব দিয়েছেন, ‘‘সমকামিতা নিয়ে কথা বলা এত জরুরি হয়ে পড়েছে যে, আমরা দু’জনেই এই ধরনের চরিত্র করছি। কার ছবি আগে আসবে, সেটা বড় কথা নয়। আমরা কিন্তু কমার্শিয়াল মাইলেজ পাওয়ার জন্য লড়ছি না।’’ কার্তিকের মতে, তাঁদের এই উদ্যোগ দেখে প্রযোজকেরাও এই ধরনের ছবি করতে আরও বেশি করে এগিয়ে আসবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement