দু’দিন আগেই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র কোপে পড়েছিল ‘টাইগার’। আজ, শুক্রবার ছবি মুক্তির দিন নয়া অভিযোগ— ছবির প্রচারে গিয়ে নায়ক সলমন খান ও অভিনেত্রী শিল্পা শেট্টি একটি সম্প্রদায় সম্পর্কে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহার করেছেন। এ খবর আসতেই বিক্ষোভ ছড়ায়। যার জেরে রাজস্থানের একাংশে ‘সুপার ফ্লপ’ ‘টাইগার জিন্দা হ্যায়’।
সলমন ও শিল্পার বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি একটি টিভির অনুষ্ঠানে তফসিলি জাতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন তাঁরা। দিল্লির সাফাই কর্মচারী কমিশনের চেয়ারম্যান হারনাম সিংহ ‘জাতীয় তফসিলি জাতি ও উপজাতি কমিশন’ (এনসিএসসি)-এ অভিযোগ দায়ের করেন, ওই শো-তে গিয়ে বাল্মিকী সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে ‘আপত্তিকর’ ভাষায় কথা বলেন, ‘অপমান’ করেন সলমন-শিল্পা।
এনসিএসসি নোটিস ধরিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের হাতে। চিঠি দেওয়া হয়েছে দিল্লি ও মুম্বই পুলিশকেও। জানানো হয়েছে, নোটিস পাওয়ার এক সপ্তাহের মধ্যে তফসিলি জাতি ও উপজাতি আইনে (অত্যাচার রোধ) ব্যবস্থা নিতে হবে। এনসিএসসি-র ডিরেক্টর কৌশল কুমার বলেন, ‘‘রিপোর্টে তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার রোধ আইন, ২০১৫ ও বিধি, ২০১৬-তে কী পদক্ষেপ করা হচ্ছে, তা বিশদ জানাতে হবে।’’ এ দিন রাজস্থানের একাধিক প্রেক্ষাগৃহে বিক্ষোভ চলে। কোথাও কোথাও সিনেমা হলের ছাদে উঠে ছবির ব্যানার ফেলে দেন জনতা। পরে বিকানের ও কোটাতেও বিক্ষোভ দেখাতে থাকেন মানুষ।