Srijato

কী হয়?

প্রতিটি দিন ভালবাসার। একলা কোনও দিন নেই। লিখলেন শ্রীজাত।

Advertisement

শ্রীজাত

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৫
Share:

অলঙ্করণ: তিয়াসা দাস

প্রতিটি দিন ভালবাসার। একলা কোনও দিন নেই। লিখলেন শ্রীজাত। কেন বললেন কবি এ কথা? এই প্রেমদিবসে? সত্যিই যে তাই। প্রেমের কি আলাদা কোনও দিন হয়? এই তিনিই যে লিখেছেন এর আগে, ‘ওই ঠোঁটে ঠোঁট রাখবো ভাবি। লাগবে কি এক শতাব্দীকাল?/ তোর কপালে সিঁদুরে মেঘ, আমার হাতে কাপাসতুলো/ শিগগিরি আয়। এই বসন্তে আমার শহর একলা ভীষণ/ আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো’।প্রেমের কাপাস তুলো উড়ছে নাগরিক আকাশে... প্রেমদিবসের প্রেমে নতুন করে রং ধরেছে... দোল খাচ্ছে সে প্রেম হাওয়ায় হাওয়ায়... কবি লিখছেন, ‘আমায় তুমি এমনি রেখো। আদরে, দাক্ষিণ্যে। আনন্দবাজার ডিজিটালের জন্য কলম ধরলেন শ্রীজাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement