Ushasie Chakraborty

Ushasie Chakraborty: আমার উপন্যাস ছবি হলে সোহিনী ‘দোয়েল’, আমি সাংবাদিক হব: ঊষসী

ঊষসী এও জানিয়েছেন, চাইলে অন্য কোনও অভিনেত্রীও ‘জয়িতা’ হতে পারেন। তবে ‘দোয়েল’ সোহিনী সরকারকেই হতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ২১:৫২
Share:

বই লিখেছেন ঊষসী।

প্রেমে বাঁচতে ভালবাসেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তাই তাঁর লেখা ভালবাসার কথা বলে। অভিনয়ের পাশাপাশিই কলম তুলে নিয়েছিলেন ছোট পর্দার দাপুটে খলনায়িকা ‘জুন আন্টি’। সহজ-সরল ভাষায় তুলে এনেছেন একালের এক টুকরো ভালবাসা। দুই নারীর প্রেম-বিরহ, মধুরেণ সমাপয়েৎ নিয়ে তাঁর উপন্যাস ‘সব পথ বৃত্তাকার’। যা প্রথম প্রকাশিত প্রথম সারির পুজোসংখ্যায়। এই উপন্যাসের অনেকটাই অভিনেত্রী অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে লিখেছিলেন!

Advertisement

তখনই আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছিলেন, বইমেলায় বেরোবে তাঁর পুজোসংখ্যার উপন্যাস। বুধবার দে’জ প্রকাশনা সংস্থার কর্ণধার সুধাংশু শেখর দে এবং অপু দে-র উপস্থিতিতে প্রকাশিত হয় তাঁর বই। এসেছিলেন ঊষসীর দুই তারকা বন্ধু সোহিনী সরকার এবং সপ্তর্ষি মৌলিক। বইয়ের সম্বন্ধে বলতে গিয়েই অভিনেত্রী বলেন, ‘‘চিত্রনাট্য আকারে প্রথমে লিখেছিলাম। পরে ঠিক করলাম, আগে বই আকারে বের হোক। খুব ইচ্ছে, দোয়েল-জয়িতার প্রেম পর্দায় ধরা দিলে সোহিনী যেন নৃত্যশিল্পী ‘দোয়েল’ হয়। আমি সাংবাদিক ‘জয়িতা’ হব।’’ এও জানিয়েছেন, চাইলে অন্য কেউও ‘জয়িতা’ হতে পারেন। তবে ‘দোয়েল’ সোহিনীকেই হতে হবে।

দুই নারীর ভালবাসার গল্পে অনেকটা জায়গা জুড়ে আছে চায়না টাউন। লেখিকা লেখার স্বার্থে অনেক বার সেখানে গিয়েছেন। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের দেখেই ফুটিয়ে তুলেছেন উপন্যাসের অন্যতম চরিত্র লি অ্যাগনেস বন্দ্যোপাধ্যায়কে। যার সারা গায়ে উল্কির ছাপ। মুখে পিয়ার্স। বাইক চালায়। অ্যাগনেসের বাবা বাঙালি, মা চিনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement