রাজ্য সরকারের থেকে বিশেষ সম্মানে সম্মানিত ঊষসী চক্রবর্তী।
বাঙালির বসন্ত উৎসব সামনেই। ১৮ মার্চ দোলযাত্রা। তার আগে রাজ্য সরকারের থেকে বিশেষ সম্মানে সম্মানিত ঊষসী চক্রবর্তী। শ্রীময়ী ধারাবাহিকে দাপুটে খলনায়িকা জুন আন্টির ভূমিকায় অভিনয় করে সম্মানিত তিনি। বৃহস্পতিবার সন্ধেয় তিনি সেই সম্মান নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। মঞ্চে উপস্থিত ইন্দ্রনীল সেন সহ শাসকদলের নেতা-মন্ত্রীরাও। প্রাক্তন মন্ত্রী, কট্টর বাম নেতা প্রয়াত শ্যামল চক্রবর্তীর মেয়ে রঙের উৎসবের আগে কি লাল-সবুজ একাকার করে দিলেন?
জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। কী বললেন তিনি? পর্দার ‘জুন আন্টি’ শুরুতেই এক কথায় উত্তর দিয়েছেন। তাঁর মতে, তিনি নিশ্চয়ই এই বিশেষ সম্মানের যোগ্য। তাই তাঁর হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিনয় আর রাজনীতিকে তিনি কখনও মেশাতে রাজি নন।
ঊষসীর আরও বক্তব্য, ‘‘আমার যদি কোনও রাজনৈতিক মতাদর্শ থাকে তা হলে সেটা সম্পূর্ণ নিজস্ব। বাবা কোনও দিন আমার ভাবনায় প্রভাব বিস্তার করেননি। তার পরেও বলব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার পথ এবং মত এক নয়। পাশাপাশি এটাও ঠিক, রাজ্য সরকারের পুরস্কার মঞ্চে কোনও রাজনীতি নেই। এটি ছোট পর্দার শিল্পী, কলাকুশলীদের সম্মান জানানোর মঞ্চ। তাই আমি কোথাও, কোনও আপত্তিকর কিছু খুঁজে পাইনি।’’
ভবিষ্যতে রাজ্য রাজনীতি বিজেপি দখল করে এ ভাবেই তাঁর কাজকে সম্মানিত করলে সেই মঞ্চেও দেখা যাবে তাঁকে? হাসতে হাসতে ঊষসীর দাবি, ‘‘বাংলায় একটি প্রবাদ আছে, ‘যদি মাসির গোঁফ গজাত তবে মাসি মামা হত’। অর্থাৎ, এই রকম কষ্টকল্পিত বিষয় কোনও দিন ঘটা সম্ভব নয়। এই প্রবাদ বিজেপি-র ক্ষেত্রেও খাটে। এমন অবাস্তব ঘটনা কোনও দিন ঘটবে না। ফলে, বিষয়টি নিয়ে ভাবারও প্রয়োজন দেখছি না।’’