নিজের ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বললেন উর্বশী? ছবি: সংগৃহীত।
স্নানঘরে পোশাক বদলাচ্ছেন অভিনেত্রী উর্বশী রৌতেলা। মাস কয়েক আগে এমন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়। কী ভাবে এই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়ল, তা নিয়ে বিস্তর চর্চা হয়। নেটাগরিকের একাংশ দাবি করেছিলেন, ডিপফেকের মাধ্যমে নাকি এই ভিডিয়ো তৈরি করা হয়েছে। এ বার সেই দাবি নস্যাৎ করে দিলেন অভিনেত্রী। তিনি বলেন, “যা করেছি ইচ্ছাকৃত ভাবেই করেছি।” তা-ও কিনা নিজের ছবির পরিচালকের কথা ভেবে!
উর্বশীর ওই ভিডিয়োটি ছিল তাঁর ছবি ‘ঘুসপেঠিয়ে’ ছবির একটি দৃশ্য। যদিও সেই সময় উর্বশী নিজেই জানান, তাঁর কোনও ধারণাই নেই কী ভাবে প্রকাশ্যে এল এই ভিডিয়ো। বিষয়টি নিয়ে নাকি খুব বিরক্ত তিনি! সে সময় সংবাদমাধ্যমের কাছে উর্বশী বলেন, “যে দিন ভিডিয়োটি ভাইরাল হয়, আমি খুবই বিরক্ত হয়েছিলাম। যদিও এটা আমার ব্যক্তিগত জীবনের কোনও দৃশ্য নয়। ভিডিয়োটাও আমার ব্যক্তিগত নয়। এই দৃশ্য আমার ছবি ‘ঘুসপেঠিয়ে’-র।” তবে এখন বছর পার করে উর্বশী জানান, যা করেছেন ইচ্ছাকৃত ভাবেই করেছেন। তা-ও আবার পরিচালকের জন্য। উর্বশীর কথায়, “ওঁরা জানান, অনেক ধারদেনা হয়ে গিয়েছে ওঁদের। তখন আমার কাছে এসে প্রস্তাব দেওয়া হয় যে ছবির ওই দৃশ্যটা আগে ছাড়তে পারেন কি না। যা হয়, আমার সম্মতিতেই করা হয়। আর দৃশ্যটা তো ছবিরই। তবে এই ভিডিয়োটার উদ্দেশ্য ছিল কিশোরী মেয়েদের মধ্যে সচেতনতা ছাড়ানো।”