Urfi Javed

Urfi Javed: নতুন রূপে উরফি, মাথা ভর্তি তেল, সম্পূর্ণ শরীর ঢেকে মুম্বই ছাড়ছেন কেন?

কখনও পিঠ খোলা পোশাক, কখনও বা সেফটি পিন দিয়ে বানানো জামা, কখনও আবার নিজের ছবি দিয়ে পোশাক তৈরি করে শরীর ঢেকেছেন উরফি জাভেদ। কিন্তু উরফি ছকভাঙা মেয়ে। নিজের কায়দাকেও ভেঙে বেরিয়ে আসতে পারেন। সম্প্রতি তেমনই কাণ্ড করলেন মডেল-অভিনেত্রী। কী করলেন তিনি? পাপারাৎজিদের দৌলতে সেই ভিডিয়ো প্রকাশ্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৭:০১
Share:

উরফি জাভেদ

বিমানবন্দরে উরফি জাভেদ। এই একটি বাক্যের পরেই মানুষ আগ্রহী হয়ে পড়েন। প্রশ্ন জাগে, এ বার কোন কায়দার পোশাক পরেছেন তিনি? যে কায়দার পোশাকই পরুন না কেন, ভক্তরা জানেন, উরফি খোলামেলা থাকতেই পছন্দ করেন। কখনও পিঠ খোলা পোশাক, কখনও বা সেফটি পিন দিয়ে বানানো জামা, কখনও আবার নিজের ছবি দিয়ে পোশাক তৈরি করে শরীর ঢেকেছেন তিনি।

কিন্তু উরফি ছকভাঙা মেয়ে। নিজের কায়দাকেও ভেঙে বেরিয়ে আসতে পারেন। সম্প্রতি তেমনই কাণ্ড করলেন মডেল-অভিনেত্রী।

Advertisement

প্রথম বার তাঁকে সম্পূর্ণ শরীর ঢাকা পোশাকে দেখে চমকে গিয়েছেন ভক্তরা। কেউ কেউ আবার দিনটিকে ক্যালেন্ডারে লাল কালি দিয়ে গোল করে রাখার ইচ্ছেপ্রকাশ করেছেন।

উরফিকে মুম্বইয়ের বিমানবন্দরে দেখা গিয়েছে নতুন রূপে। পরনে লম্বা ঢিলেঢালা হাতাকাটা পোশাক। তার উপরে চাপিয়েছেন ডেনিমের জ্যাকেট। মুখে নেই রূপটান। চুল বাঁধা অগোছালো করে।

Advertisement

পাপারাৎজিদের সামনে আসতেই মুখ ঢেকে ফেলেন উরফি। পাপারাৎজিদের সঙ্গে গল্প করতে করতে গেটের দিকে এগোতে থাকেন তিনি। জানা যায়, মাথায় তেল মেখে রওনা দিয়েছেন। একদম সাজগোজ করেননি বলেই ক্যামেরা থেকে দূরে পালাচ্ছেন উরফি। কিন্তু হঠাৎ রূপ বদলে ফেলার কারণ কী? উত্তর মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement