Urfi Javed

চা খাওয়ায় বাধা পোশাক! জালের ভিতর যুদ্ধ করলেন উরফি

কোমর থেকে মুখ অবধি ধাতব জাল। ঠোঁটের কাছে চা পৌঁছতে হিমশিম উরফি। তবু কসরত করে চললেন মডেল-তারকা। তেষ্টায় গলা শুকিয়ে আসছিল তাঁর। কী করলেন শেষমেশ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৩ ১৪:২৫
Share:

এ বারও মগজাস্ত্রের জোরেই শিরোনামে উরফি, নিমেষে জিতে নিলেন হাজার হাজার ভক্তের হৃদয়। ছবি: সংগৃহীত।

গাড়িতে বসে গরম চা খাওয়ার চেষ্টা করছেন উরফি জাভেদ। কিন্তু পারছেন কই? কালো ধাতব ঢাল আড়াল করে আছে তাঁর বুক থেকে মুখ। কোমরের উপরেই পরে ফেলেছেন সেই জালের বর্ম। ভিতরে শুধুই একফালি অন্তর্বাস। এই পোশাকে ঠোঁটের কাছে চা পৌঁছতে হিমসিম উরফি। তবু কসরত করে চললেন মডেল-তারকা। তেষ্টায় গলা শুকিয়ে আসছিল তাঁর। শেষমেশ চায়ের কাপ পাশে টেনে এনে ঢালের মধ্যে থেকে মুখ বার করে দিলেন চুমুক। উজ্জ্বল গোলাপি লিপস্টিক পরা ঠোঁটে হাসি খেলে গেল উরফির।

Advertisement

সেই ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়। ক্যাপশনে উরফি লিখেছেন, “যখন চা না খেলে চলছেই না!” সেই দেখে মন্তব্যের বন্যা। অনেকেই বললেন, “স্ট্র ব্যবহার করলে জালের মধ্যে দিয়েই চা খেতে পারতেন!”

উরফি এক সময়ে টেলিভিশনে অভিনয় করতেন। গানের ভিডিয়োতেও তাঁকে দেখা গিয়েছে। তবে জনপ্রিয় হন ‘বিগ বস্‌’-এর মতো রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়ার পরই। নিজের কৃতিত্বেই বার বার শিরোনামে আসেন তিনি। এ বারও মগজাস্ত্রের জোরেই শিরোনামে উরফি। নিমেষে জিতে নিলেন হাজার হাজার ভক্তের হৃদয়।

Advertisement

উরফির মাথায় যে কোন দিন কী ফন্দি চাপে, তা আগে থেকে টের পাওয়া কঠিন। তাঁর উপস্থিতি মাত্রেই চমক। প্রকাশ্যে এলেই আলোকচিত্রীরা ছেঁকে ধরেন এই পোশাক শৌখিনীকে। কথাও যা বলেন, তাতেও সংবাদের শিরোনাম কেড়ে নেন তারকা। এক বার সাংবাদিকদের বলেছিলেন, ‘‘তোমাদের কথা ভেবেই বেড়াতে যাই না বেশি দিনের জন্য, তিন মাস আমায় না পেলে খবর করবে কী নিয়ে?’’

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে উরফিকে দেখামাত্রই নিজস্বী তোলার হিড়িক পড়ে গিয়েছিল অনুরাগীদের মধ্যে। শোরগোল থামিয়ে দেন উরফি নিজেই। কী বলেছিলেন তিনি? সেখানেও বুদ্ধির প্যাঁচ। উরফি বলেন ‘‘সেলফি তুলব, আগে পয়সা বার করো।’’ টাকা না দিলে একটিও নিজস্বী নয়, উরফির সমন জারি। আর তাতেই কেল্লাফতে। যদিও বিতর্ক, সমালোচনা তাঁর পিছু ছাড়ে না। সমাজমাধ্যমে অনুরাগীদের কাছে এই পোশাক শৌখিনীর টাকা চাওয়া নিয়েও ধেয়ে এসেছে সমালোচনা। যদিও মজার ছলেই টাকা চেয়েছিলেন উরফি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement