Urfi Javed

গারদের পিছনে যেতে প্রস্তুত উরফি, পাল্টা শর্ত দিলেন বিজেপি নেত্রীকে

মুম্বইয়ের রাস্তায় নগ্নতার উস্কানি দিচ্ছেন উরফি। এই মর্মে তাঁর নামে পুলিশি অভিযোগ বিজেপি নেত্রীর। প্রতিক্রিয়া দিয়ে রাখলেন শর্ত।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ০৯:৫২
Share:

পুলিশের কাছে অভিযোগ দায়ের উরফির নামে, জেলে যেতে প্রস্তুত, দিলেন প্রতিক্রিয়া। সৌজন্যে-ইনস্টাগ্রাম।

নিত্যনতুন সাজ ও পোশাকের সৃজনশীলতার কারণে বার বার রোষের মুখে পড়তে হয়েছে উরফি জাভেদকে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অভিযোগ তুলেছেন তাঁর পোশাক নিয়ে। সম্প্রতি বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ টুইট করে জানান, মুম্বইয়ের রাস্তায় নাকি নগ্নতার প্রচার করছেন উরফি। তিনি দাবি জানান, অবিলম্বে যেন গ্রেফতার করা হয় উরফিকে। ঘটনার দিন কয়েক বাদে নিজের প্রতিক্রিয়া দিলেন উরফি। জানালেন, তিনি জেলে যেতে প্রস্তুত, তবে পাল্টা শর্ত দিয়েছেন বিজেপি নেত্রীকে।

Advertisement

সম্প্রতি একটি বডিশ্যুটে দেখা যায় উরফিকে, তা বিজেপি নেত্রীর চোখে পড়তেই অভিনেত্রীর নামে পুলিশে অভিযোগ জানান। তিনি টুইটে লেখেন, “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেফতার করা হোক।” তিনি আরও যোগ করেন। বলেন, “এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে, কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।” তবে পুলিশি অভিযোগ উরফির কাছে নতুন কিছু নয়। নিত্যদিন পুলিশের সঙ্গে দেখাসাক্ষাৎ চলতেই থাকে তাঁর। নেপথ্যে কারণ, তাঁর সৃজনশীল পোশাক। নতুন বছরের শুরুতেই বিজেপি নেত্রী চিত্রা ওয়াগকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উরফি।

নিজের সমাজমাধ্যমের পাতায় তিনি লেখেন, ‘‘আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসাব দিন। সকলকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তাঁরা।’’

Advertisement

এতটুকুতেই ক্ষান্ত না হয়ে উরফি আর লেখেন, আরও একটা পুলিশি অভিযোগ দিয়ে শুরু হল নতুন বছর, তবে সেটা কোনও ব্যাপার নয়। উরফি এ বার রীতিমতো নিজের ক্ষোভ উগরে লেখেন, ‘‘আসলে এই নেতাদের তেমন কোনও কাজ নেই বাস্তব জীবনে। আমার মনে এঁরা এবং এঁদের আইনজীবীরা একেবারেই বোকা। গোটাটাই সংবাদমাধ্যমে প্রচারের আশায় করে থাকেন।’’

শৌখিনী তাঁর দীর্ঘ পোস্টে একেবারে আইনি ভাষায় লেখেন, ‘‘যত ক্ষণ না পর্যন্ত আমি আমার গোপনাঙ্গ দেখাছি, তত ক্ষণ পর্যন্ত কেউ আমাকে কিছু করতে পারবে না। এমন কোনও নিয়মও নেই সংবিধানে। আমার পিছনে সময় নষ্ট না করে বরং মুম্বইতে যে সব নারীপাচার চক্র চলছে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়ান।’’

বার বার বিদ্রুপের মুখে পড়েছেন, কিন্তু নত হননি উরফি। প্রতি বারই জবাব দিয়েছেন নিন্দকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement