Urfi Javed

দুবাইয়ে ঘুরতে গিয়ে অসুস্থ উরফি, ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেত্রীর?

ছকভাঙা পোশাকে কী ভাবে প্রচারের আলো টেনে নিতে হয়, ভালই জানেন উরফি জাভেদ। চোখের তলায় কালো ছোপ, এলোমেলো চুলে হাসপাতাল থেকে ছবি দিলেন অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৯:৩৪
Share:

এ কেমন রূপ উরফির। সৌজন্যে-ইনস্টাগ্রাম।

সপ্তাহ খানেক ধরে দুবাইয়ে রয়েছেন উরফি জাভেদ। সেখানেই ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। রবিবার সন্ধ্যায়ও দুবাই থেকে ছবি দেন তিনি। তবে সোমবার উরফিকে দেখা গেল অন্য রূপে। চোখের তলায় কালি পড়ে গিয়েছে। উস্কোখুস্কো চুলে হাসপাতালের বিছানায় বসে রয়েছেন উরফি।

Advertisement

এমনিতে সব সময়ে ফিটফাট থাকেন উরফি। হঠাৎ তাঁকে এ ভাবে দেখে তাই উদ্বিগ্ন অনুরাগীরা। কী এমন হল, যে হাসপাতালে ভর্তি হতে হল উরফিকে?

ছকভাঙা পোশাকে কী ভাবে প্রচারের আলো টেনে নিতে হয়, ভালই জানেন উরফি জাভেদ। এ বার অবশ্য কোনও প্রচারের কৌশল নয়, সত্যি অসুস্থ তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, ল্যারিংজাইটিসে ভুগছেন তিনি। মূলত গলায় সমস্যা। চিকিৎসকরা জানিয়েছেন, এ হল এক ধরনের সংক্রমণ, যার ফলে গলা ফুলে যায়। কণ্ঠস্বর বদলে যায়। এ ক্ষেত্রে কম কথা বলাই সেরে ওঠার একমাত্র উপায়। তাই উরফিকে কয়েক দিন কথা না বলার পরামর্শই দিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

অন্য দিকে, খুন ও ধর্ষণের হুমকির কথা অবশেষে পুলিশকে জানিয়েছেন উরফি। রবিবারই উরফি নিজের টুইটার অ্যাকাউন্টে অভিযোগ জানান, প্রতিনিয়ত তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দিচ্ছে কেউ। সেই ব্যক্তি উরফির পরিচিতই। গত কয়েক দিন ধরে তাঁকে অশ্লীল অডিয়ো-বার্তা পাঠানো হচ্ছে বলে অভিযোগ। দেশে না থাকায় প্রথমে পুলিশে অভিযোগ জানাননি তিনি। অবশেষে আর কোনও পথ না পেয়ে গোরেগাঁও থানার পুলিশকে ট্যাগ করে টুইট করেন উরফি। টুইটেই বিষয়টি জানতে পারে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement