অ্যামাজন থেকে নেটফ্লিক্স, জি-ফাইভ থেকে হটস্টার সবাই মেতেছে টেক্কা দেওয়ার লড়াইয়ে।
সিনেমা হল বন্ধ। কিন্তু বিনোদন থেমে নেই। নিউ নর্মালে এখন ভরসা ডিজিটাল প্ল্যাটফর্ম। অ্যামাজন থেকে নেটফ্লিক্স, জি-ফাইভ থেকে হটস্টার সবাই মেতেছে টেক্কা দেওয়ার লড়াইয়ে। রোজই মুক্তি পাচ্ছে নতুন নতুন সিনেমা-সিরিজ। এক ঝলকে দেখে নিন কোন ওটিটি প্ল্যাটফর্মে কী কী হচ্ছে। তার পর না হয় নিজেরাই ঠিক করে নিন কোনটা দেখবেন, আর কোনটা যাবে খরচের খাতায়।
নেটফ্লিক্স
ছবির নাম : গুঞ্জন সাক্সেনা, দ্য কার্গিল গার্ল
অভিনয়ে: জাহ্নবী কপূর, অঙ্গদ বেদী, পঙ্কজ ত্রিপাঠি, মানব ভিজ
প্লট: ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা অফিসার গুঞ্জন সাক্সেনার জীবনের উপর আধারিত এই ছবি। মুখ্য ভূমিকায় জাহ্নবী। ১২ অগস্ট মুক্তি পাবে ছবিটি।
ছবির নাম : রাত অকেলি হ্যায়
অভিনয়ে: নওয়াজ, রাধিকা, শ্বেতা, শিবানী, স্বানন্দ
প্লট: জোড়া খুনের উপর ভিত্তি করেন রহস্যে মোড়া ছবি। রয়েছে সাসপেন্স, সঙ্গে নওয়াজ-রাধিকার অভিনয়।
সিরিজের নাম : দ্য সুটেবল বয়
অভিনয়: তব্বু, ইশান খট্টর
প্লট: লেখক বিক্রম শেঠের বইয়ের উপর আধারিত এই সিরিজ মুক্তি পেয়েছে সদ্য। এক মায়ের তাঁর মেয়ের জন্য আদর্শ ছেলে খোঁজার গল্প নিয়ে এই সিরিজ।
ছবির নাম : তোড়বাজ
অভিনয়: সঞ্জয় দত্ত, নার্গিস ফাকরি, রাহুল দেব
প্লট: আফগানিস্তানের প্রেক্ষাপটে আত্মঘাতী জঙ্গিদের মগজধোলাই নিয়ে ছবি। সঞ্জয় দত্তের চরিত্রটি এক জন সেনা প্রধানের।
সিরিজের নাম: ভাগ বিনি ভাগ
অভিনয়ে: স্বরা ভাস্কর, বরুণ ঠাকুর, রবি পটেল, ডলি সিংহ
প্লট : স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চাওয়া বিনি-র পায়ের তলার জমি শক্ত করে তোলার গল্প ঘিরে সিরিজ।
সড়ক ২ —ফাইল চিত্র।
অ্যামাজন প্রাইম
সিরিজের নাম: বন্দিশ ব্যান্ডিট
অভিনয়ে: নাসিরুদ্দিন শাহ, ঋত্বিক ভৌমিক, শ্রেয়া চৌধুরী
প্লট : ছেলে শাস্ত্রীয় সঙ্গীতের সাধক, মেয়ে পপস্টার। দু’জনের প্রেম কী ভাবে তা নিয়েই এই মিউজিকাল ওয়েব সিরিজ
সিরিজের নাম: দিল্লি
অভিনয়ে: সেফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার প্রমুখ
প্লট : রাজনীতির দুনিয়ায় ওঠাপড়া, ঘাত-প্রতিঘাত, টালমাটাল অঙ্কের গল্প
সিরিজের নাম: ব্রিদ, ইনটু দ্য শ্যাডো
অভিনয়ে: অভিষেক বচ্চন, অমিত সাধ
প্লট : এক ডাক্তারের ছয় বছরের মেয়েকে অপহরণ করে মাস্কে মুখ ঢাকা এক ব্যক্তি। তারপর…
ডিজনি প্লাস হটস্টার
ছবির নাম: লক্ষ্মী বম্ব
অভিনয়ে: অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী
প্লট: দক্ষিণী ছবি মুনি ২: কাঞ্চনার হিন্দি রিমেক এই ভুতুড়ে কমেডি, যার কেন্দ্রে রয়েছে তৃতীয় লিঙ্গের একটি চরিত্র।
মাফিয়া— ফাইল চিত্র।
ছবির নাম: ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া
অভিনয়ে: অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিংহ
প্লট: ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধে স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের বীরগাথা
ছবির নাম: সড়ক ২
অভিনয়ে: আলিয়া ভট্ট, আদিত্য রায় কপূর, সঞ্জয় দত্ত, পূজা ভট্ট
প্লট:পূজা ভট্ট ও সঞ্জয় দত্ত অভিনীত জনপ্রিয় ছবি ‘সড়ক’ (১৯৯১)-এর সিক্যুয়েল এই ছবি। এক ভণ্ড সাধুর মুখোশ খোলার গল্প।
জি ফাইভ
সিরিজের নাম: ইয়ারা
প্লট :চার বন্ধুর কুখ্যাত অপরাধীর দল হয়ে ওঠা, সম্পর্কের ভাঙন এবং বহু বছর বাদে ফের মুখোমুখি হওয়ার কাহিনি। ফরাসি ছবি ‘আ গ্যাং স্টোরি’ অবলম্বনে।
অভিনয়ে: বিদ্যুৎ জামওয়াল, অমিত সাধ, শ্রুতি হাসান, বিজয় বর্মা, কেনি বাসুমাতারি প্রমুখ
মাফিয়া
অভিনয়: সৌরভ দাস, ইশা সাহা,
প্লট : এক খেলাকে কেন্দ্র করে প্রতিহিংসা আর থ্রিলারের মিশেল
ছবির নাম: ভার্জিন ভানুপ্রিয়া:
অভিনয়ে: ঊর্বশী রউটেলা, গৌতম গুলাটি, অর্চনা পূরণ সিংহ, ডেলনাজ ইরানি প্রমুখ
প্লট : ভার্জিনিটি খোয়াতে বদ্ধপরিকর এক কন্যের পর পর চেষ্টা বিফলে যাওয়ার মজাদার এক গল্প