varun dhawan

বরুণ ধবনের বিয়ের পথে বাধা! পরিকল্পনা ভেস্তে যাবে কি?

দু’বছর আগেই ছিল বিয়ের পরিকল্পনা। কিন্তু বরুণ-নাতাশার বিয়ে নিয়ে এখন নাকি সংশয়!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৩:১৪
Share:

বরুণ-নাতাশা। ফাইল ছবি

এই বছরই কি বিয়ে করছেন বরুণ ধবন? অতিমারি সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে তেমন সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছেন অভিনেতা। ২০১৯ সালেই দীর্ঘ দিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ে সেরে ফেলার কথা ছিল তাঁর। কিন্তু তার পর থেকে চলতে থাকা লকডাউনের কারণে ভেস্তে গিয়েছে সব পরিকল্পনাই। এ বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে, সেই পথেই হাঁটবেন তাঁরা, তেমনই আভাস দিয়েছেন বরুণ।

Advertisement

হালে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ জানিয়েছেন, ‘‘গত দু’বছর ধরে বিয়ে নিয়ে কথা চলছে। এখনও কিছু ঠিক হয়নি। কারণ, গোটা পৃথিবী জুড়েই অতিমারি চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই বিষয়ে পরিকল্পনা করা যাবে।’’ তবে বরুণ এ কথা খুব পরিষ্কার ভাবেই বলেছেন, খুব জলদিই বিয়ে সেরে ফেলতে চান তিনি। কিন্তু পরিস্থিতির কারণে এখন নিশ্চিত করে পুরোটা বলতে চান না।

তবে শুধু বরুণ-নাতাশা নন, অতিমারির কারণে বলিউডের বহু তাবড় তারকার বিয়ের পরিকল্পনাই যে খানিক প্রতিবন্ধকতার মুখে পড়েছে, তা অনেকেই জানেন। তাঁদের মধ্যে রয়েছেন রণবীর কপূর আর আলিয়া ভট্টও। কিছু দিন আগেই রণবীর ইঙ্গিত দিয়েছেন, করোনা না থাকলে তিনি আলিয়ার সঙ্গে বিয়েটা সেরেই ফেলতেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাই বলিউডের বেশ কয়েকটা ব্লক বাস্টার বিয়ের খবর আসতে চলেছে, তেমন আশা রাখাই যায়।

Advertisement

আরও পড়ুন: আমি ক্লাস ১০ পাশ করিনি, অশিক্ষিত: স্বস্তিকা মুখোপাধ্যায়

আরও পড়ুন: কফিশপে টেবিল মোছা থেকে নায়ক, বিক্রান্তের সঙ্গে দেখা করতে বিয়ের আসর থেকে সেটে হাজির কনে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement