Twinkle Khanna

চলে যাওয়ার আগে সাধ মিটিয়ে গেলেন টুইঙ্কল, মেয়ের হাত ধরে সটান অটোয়!

অটোরিকশা চড়তে নাকি খুবই ভালবাসেন টুইঙ্কল। তাই মেয়ের হাত ধরে সটান উঠে পড়লেন সাধারণ যানে। চালক তো অবাক! রাস্তায় হাত দেখাচ্ছেন কে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৫:২০
Share:

একের পর এক ছবি উঠছে, চালক এ দিকে অটো ছাড়তেই পারছেন না। ছবি:ইনস্টাগ্রাম

অভিনয় ছেড়ে এ বার লেখালেখির জগতে। ফিকশন লেখার কোর্স করতে ইংল্যান্ড চললেন টুইঙ্কল খান্না। সঙ্গে যাচ্ছে কন্যা নিতারা। তবে যাওয়ার আগে বিদায়পালা। পথ আটকে ছলছল চোখে পোষ্য। ‘যেতে নাহি দিব’ পর্ব চুকিয়ে উঠতেই অনেক ক্ষণ লাগল মা-মেয়ের। পোষ্য কুকুরকে জড়িয়ে চুমু খেতে দেখা গেল নিতারাকে। টুইঙ্কল লিখলেন, “ফিরে যেতে হবে। সেই ঠান্ডায়। সেই পড়াশোনায়। সবাইকে ছেড়ে যেতে মনখারাপ লাগছে। প্রতিটি প্রাণীর জন্য মন কাঁদছে, যা কিছু আমার কাছে ‘বাড়ি’, সেই সব আজ ফেলে রেখে যাব।”

Advertisement

এর পর আশ মেটানোর পালা। অটোরিকশা চড়তে নাকি খুবই ভালবাসেন টুইঙ্কল। তাই মেয়ের হাত ধরে সটান উঠে পড়লেন সাধারণ যানে। চালক তো অবাক! রাস্তায় হাত দেখাচ্ছেন কে! এ যে প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল! তিনি সগর্বে তুলে নিলেন টুইঙ্কল আর নিতারাকে। নিমেষে চলে এলেন চিত্রগ্রাহকরা। একের পর এক ছবি। চালক এ দিকে অটো ছাড়তেই পারছেন না। শেষে অধৈর্য হয়ে টুইঙ্কল অটোচালককে বললেন, “প্লিজ চলুন, আপনি অপেক্ষা করছেন কিন্তু এখনও!’ বলেই হাসতে শুরু করে দিলেন তিনি। হাসছে নিতারাও।

মা-মেয়ে দু’জনেই ছিলেন রংচঙে পোশাকে। দারুণ হইহই করলেন শহরের রাস্তায়। তাঁদের একগুচ্ছ ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। টুইঙ্কল এমনই হাসিখুশি। বিভিন্ন অনুষ্ঠানে বাড়ি সাজান। সন্তানদের সঙ্গে আনন্দ করেন। তাদের চকোলেট দিতে এসে নিজেই খেয়ে নেন। তবে এ বার কন্যাকে নিয়ে পাড়ি দিলেন বিলেতে। বাড়িতে অক্ষয় কুমারের কাছে রেখে গেলেন পুত্র আরভকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement