Ashiesh Roy

চলে গেলেন বলিউডের জনপ্রিয় টেলি-অভিনেতা আশিস রায়

দীর্ঘ দিন কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৪:৩১
Share:

আশিস রায়।

বলিউডে ফের শোকের ছায়া। চলে গেলেন টেলি-দুনিয়ার বিখ্যাত মুখ আশিস রায়। দীর্ঘ দিন কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। জানা গিয়েছে, চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য কোনও অর্থই ছিল না তাঁর কাছে। তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। কিন্তু লকডাউনের কারণে অত টাকা না থাকায় তা করা সম্ভব হয়নি। হাসপাতালে ২ লক্ষ টাকা বিল মিটিয়ে তাই বাড়ি চলে এসেছিলেন অভিনেতা। সোমবার মাঝরাতে নিজের বাড়িতেই মারা যান ‘সসুরাল সিমার কা’-র জনপ্রিয় তারকা। এর আগে শরীরে জল জমতে থাকায় তিনি জুহু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Advertisement

মুম্বইয়ের জোগেশ্বরী অঞ্চলে থাকতেন আশিস রায়। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ভোর পৌনে ৪টে নাগাদ প্রয়াত হন আশিস। মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৯৭ সালে অভিনয় জগতে তাঁর কেরিয়ার শুরু করেন আশিস। ‘জিনি অউর জুজু’, ‘তু মেরে অগল বগল হ্যায়’, ‘রিমিক্স’, ‘বুড়ে ভি হাম ভালে ভি হাম’, ‘বা বহু অওর বেবি’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আশিস। লকডাউনে কাজ এবং টাকার অভাব নিয়ে অসন্তুষ্ট ছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, অতিমারির কারণে তাঁকে হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রেখে চিকিৎসা করানো হয়েছিল। যার ফলে খরচ অনেক বেড়ে যায়। হাসপাতালের বিল মেটানোর পর তাঁর কাছে আর কোনও টাকা ছিল না বলে আক্ষেপ করেছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: ‘আমার মাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার শিক্ষা নিয়ে কী ভাবে প্রশ্ন করেন আমার বাবা’

আরও পড়ুন: স্বামী বিয়োগে সন্তানদের লালন, ছুৎমার্গ ভেঙে ফিল্মে মেয়েদের হয়ে ব্যাটন ধরেছিলেন দুর্গা খোটে​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement