Trina Saha

Khorkuto: ‘আও টুইস্ট করে’... ! একা নয়, জন্মদিনে গুনগুনকে নিয়ে তুমুল নাচলেন ‘জ্যাঠাই’ দুলাল

জ্যাঠাইয়ের জন্মদিন কি রিল ভিডিয়ো ছাড়া জমে? যেমন ভাবা তেমনি কাজ…

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৬:৩২
Share:

‘গুনগুন’ ওরফে তৃণা সাহার আবদারে আবারও টুইস্ট নাচ দুলালের।

১৯৬৫ সালের গান। অথচ ‘আও টুইস্ট করে’ এই ২০২১-এও কী ভীষণ প্রাসঙ্গিক!
তা-ও আবার জ্যাঠাইয়ের জন্মদিনে। ‘ভূত বাংলা’ ছবির এই জনপ্রিয় গানটি ‘খড়কুটো’র ‘জ্যাঠাই’ ওরফে দুলাল লাহিড়ীর কি বেজায় পছন্দের? এর আগে ধারাবাহিকের শ্যুটের ফাঁকে বারমুডা পরে এই গানেই নেচেছিলেন। আবার নাচলেন দশমীতে, বিসর্জনের আগে। সপরিবার। এ বার নেচেছেন একই গানের তালে। একই গানের তালে। কার সঙ্গে? কেন, তাঁর প্রিয় ‘গুনগুন’-এর সঙ্গে!

জ্যাঠাইয়ের জন্মদিন কি রিল ভিডিয়ো ছাড়া জমে? যেমন ভাবা তেমনি কাজ। ‘গুনগুন’ ওরফে তৃণা সাহার আবদারে আবারও টুইস্ট নাচ দুলালের। দু’জনেরই সাজ-মিলন্তি এক রঙের, এক ধরনের টি-শার্টে। এবং যথারীতি রিল-বন্দি সেই কীর্তি।

Advertisement

ভিডিয়োর সঙ্গে একটি ছবিও দিয়েছেন তৃণা। সেই ছবিতে বর্ষীয়ান অভিনেতার হাতে এই প্রজন্মের অভিনেত্রীর দেওয়া জন্মদিনের উপহার। ইনস্টাগ্রামে সে সব পোস্ট করে তৃণা শুভেচ্ছা জানিয়েছেন তাঁর পর্দার ‘জ্যাঠাই’কে। এমন চমক বোধহয় আশা করেননি দুলাল। ছবিতে তাঁর চোখেমুখে তাই একইসঙ্গে বাঁধভাঙা উচ্ছ্বাস, আর স্বতঃস্ফূর্ত খুশির ঝিলিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement