Pratik Sen

Tollywood: ‘মোহর’-এর দু’বছরে নতুন মোড়! বড় পর্দায় প্রতীক-সোনামণিকে আনছেন রানা সরকার

ধারাবাহিক শেষ হলে জুটিকে বড় পর্দায় আনার তোড়জোড় শুরু করবেন রানা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৩:৫৩
Share:

রানা সরকারের সঙ্গে প্রতীক-সোনামণি।

টানা ৭৩০ দিন জনপ্রিয়তা ধরে রাখা সহজ কথা নয়। সেই অসাধ্যও সাধন করেছেন শঙ্খ-মোহর ওরফে প্রতীক সেন-সোনামণি সাহা। সদ্য দু’বছর পেরিয়েছে ধারাবাহিক ‘মোহর’। কেক কেটে উদযাপন হয়েছে সেটে। দুপুর দুটোর স্লটে আসার পরেও ‘মোহদীপ’কে নিয়ে উন্মাদনা রয়েই গিয়েছে অনুরাগীদের মনে। তার মধ্যেই আনন্দবাজার অনলাইনকে নতুন খবর জানালেন রানা সরকার। ‘‘ধারাবাহিক শেষ হলেই বড় পর্দায় নিয়ে আসতে চলেছি ছোট পর্দার এই জনপ্রিয় জুটিকে। প্রতীক-সোনামণিকে নিয়ে মূল ধারার বাংলা ছবি বানাব’’, দাবি প্রযোজকের।

শুক্রবার বাংলা ছবির বাণিজ্যিক স্বার্থে একজোট হয়েছিলেন ভারত-বাংলাদেশ ছবির তারকারা। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রধান মহম্মদ হাসান মাহমুদের আমন্ত্রণে শহরের একটি পাঁচতারা হোটেলে উপস্থিত প্রযোজক শ্রীকান্ত মোহতা, প্রথম সারির এক চ্যানেল প্রধান সম্রাট ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, জুন মালিয়া, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, পার্নো মিত্র প্রযোজক রানা সরকার, ইমন চক্রবর্তী, অনুপম রায় সহ বহু বিশিষ্ট। আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছিলেন প্রতীক-সোনামণিও। বৈঠকের পরে জুটিকে দেখা যায় রানার সঙ্গে। তিন জনকে এক ফ্রেমে বন্দি করেন অভিনেত্রী সোহিনী। সেই ছবি ফেসবুকে দিতেই চর্চা শুরু। ছবির পাশে রানা লিখেছেন, ‘জীবনে কোন নতুন মোড়ে শঙ্খ-মোহর? ধুম তানা না না…সঙ্গে রানা!’ এই দেখেই কৌতূহল বেড়েছে অনুরাগী মহলের, সংবাদমাধ্যমের।

Advertisement

আপাতত প্রযোজকের হাতে একাধিক ছবি। তালিকায় ‘লহ গৌরঙ্গের নাম’, ‘মানবজমিন’, ‘চংচং’। তিনটি ছবিরই নায়িকা প্রিয়াঙ্কা সরকার। তার মধ্যেই বড় পর্দার জুটি হিসেবে প্রতীক-সোনামণির নাম আগাম ঘোষণা করে ফের জল্পনায় ইন্ধন জুগিয়েছেন রানা। এ কথাও বলেছেন, ‘‘মোহর’ যথেষ্ট জনপ্রিয়। ধারাবাহিকের পরতে পরতে চমক ছড়ানো। আপাতত যেমন চলছে তেমনই চলবে সম্প্রচার। ফলে, ব্যস্ত দুই মুখ্য অভিনেতা। ধারাবাহিক শেষ হলে জুটিকে বড় পর্দায় আনার তোড়জোড় শুরু করব।’’

এ দিকে, চিত্রনাট্যেও নতুন মোচড়। মোহরের উপস্থিতিতেই দ্বিতীয় বিয়ের সম্ভাবনা দেখা দিয়েছে শঙ্খের। এক আশ্রম পালিতাকে তিনি জীবন সঙ্গিনী বেছে নিতে চলেছেন। তবে কি আবার দূরত্ব তৈরি হবে মোহর-শঙ্খের? উত্তর লুকিয়ে ধারাবাহিকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement