Hollywood Strike

ছবিতে লড়াই ‘অদৃশ্য শত্রু’র সঙ্গে, কৃত্রিম মেধার বিরুদ্ধে হলিউড ধর্মঘটকে সমর্থন টম ক্রুজ়ের

সম্প্রতি নিজের মুক্তিপ্রাপ্ত ছবি ‘মিশন: ইমপসিবল – ডেড রেকনিং পার্ট ওয়ান’-এ ডিজিটাল শত্রুকে বাগে আনতে অবিশ্বাস্য সব স্টান্ট করেছেন তিনি। এ বার বাস্তবেও কৃত্রিম মেধার বিরুদ্ধে সরব টম ক্রুজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ২১:১৯
Share:

হলিউড তারকা টম ক্রুজ়। ছবি: সংগৃহীত।

১৯৬০ সালের পর ২০২৩। গত ছয় দশকে এমন আন্দোলন দেখেনি হলিউড। ন্যায্য পারিশ্রমিকের দাবি ও কৃত্রিম মেধা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমেছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। সমষ্টিগত ভাবে ধর্মঘটে শামিল লেখক ও চিত্রনাট্যকার এবং অভিনেতাদের ইউনিয়ন। এ বার সেই ধর্মঘটে নিজের সমর্থন জানালেন হলিউড তারকা টম ক্রুজ়।

Advertisement

গত ২ মে থেকে প্রতিবাদ ও আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে, এই দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ়, বা যে কোনও সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসাবে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তাঁরা। মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড— আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ তথা ‘এসএজি – আফট্রা’র প্রায় এক লক্ষ ৬০ হাজার সদস্য। গত ১০ দিনের বেশি সময় ধরে নেটফ্লিক্স ও ডিজ়নি স্টুডিয়োর বাইরে ধর্নায় বসেছিলেন লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই ধর্নায় যোগ দেয় অভিনেতাদের ইউনিয়নও। এ বার সেই ধর্মঘটে শামিল হলেন ক্রুজ়। সিনেমা ও টেলিভিশনের কৃত্রিম মেধার ব্যবহার দিন দিন বাড়ছে। তাতে নেতিবাচক প্রভাব পড়ছে শিল্পীদের কর্মজীবনে। বিনোদনের জগৎ আদতে শিল্পীদের দুনিয়া। সেখানে কৃত্রিম মেধার পরিসর বাড়লে আগামী দিনে হারিয়ে যাবেন শিল্পীরা, প্রশ্নের মুখে পড়বে মানুষের সৃজনশীলতাও। এই যুক্তিতেও ধর্মঘটকে সমর্থন জানান ‘মিশন: ইমপসিবল’ খ্যাত তারকা।

গত ১৪ জুলাই মুক্তি পেয়েছে টম ক্রুজ়ের ছবি ‘মিশন: ইমপসিবল – ডেড রেকনিং পার্ট ওয়ান’। ওই ছবিতে কোনও ব্যক্তি শত্রুর মুখোমুখি নয় ইথান হান্ট। বরং এ বার এক অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াইয়ের ময়দানে নামে সে। মনুষ্যদুনিয়ায় তার কোনও অস্তিত্ব নেই, অথচ ডিজিটাল দুনিয়ার চাবিকাঠি তার হাতে। ওই কৃত্রিম মেধার উপরে কব্জা করতে পারলে পায়ের তলায় থাকবে গোটা দুনিয়া। ‘গ্লোবাল ডমিনেশন’ তখন আর স্রেফ মুখের কথা নয়, গোটার দুনিয়ার উপর খবরদারি তখন বাঁ হাতের খেলা। সিনেদুনিয়ায় এমন এক শত্রুর মুখোমুখি হতে যিনি দু’বার ভাবেন না, তিনি যে বাস্তবেও কৃত্রিম মেধার বিরুদ্ধেই আওয়াজ তুলবেন— তা-ই স্বাভাবিক, দাবি ক্রুজ়ের অনুরাগীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement