পরিচালক শিলাদিত্য মৌলিক (বাঁ দিকে)। (ডান দিকে) সঙ্গীত পরিচালক সৌম্য ঋত। ছবি: সংগৃহীত।
টলিপাড়ায় অশান্তির আঁচ। সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে ‘গান চুরি’-র অভিযোগ আনলেন প্রযোজক। ঠিক কী ঘটেছে, দু’পক্ষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করল আনন্দবাজার অনলাইন।
২০২১ সালে সাত্যকি ভট্টাচার্য প্রযোজিত ‘রেডিয়ো’ ছবিটির শুটিং শুরু হয়। ছবির পরিচালক ছিলেন শিলাদিত্য মৌলিক। যদিও ছবিটি এখনও মুক্তির আলো দেখেনি। ওই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সৌম্য ঋত। ছবির প্রযোজকের অভিযোগ, তাঁর ছবির জন্য সৌম্য দু’টি গান তৈরি করে দিয়েছিলেন। কিন্তু এখন একটি গান সঙ্গীত পরিচালক নাকি অন্য এক প্রযোজককে দিয়ে দিয়েছেন। গানটির নাম ‘ইচ্ছে করছে না যেতে’। গেয়েছেন দুর্নিবার সাহা। আনন্দবাজার অনলাইনকে সাত্যকি বললেন, ‘‘শুটিং হয়ে যাওয়ার পর আমার বাবার ক্যানসার ধরা পড়ে। তাই ছবির কাজ আর এগিয়ে নিয়ে যেতে পারিনি। ছবিটা এই বছর মুক্তির পরিকল্পনা রয়েছে। কিন্তু শুনছি, ছবির গান অন্য ছবিতে ব্যবহার করা হয়েছে।’’ এই প্রসঙ্গে সাত্যকি জানালেন, তাঁর সঙ্গে সৌম্যর যথাযথ চুক্তি হয়েছে। ফলে এই গান অন্য ছবিতে ব্যবহার করা বেআইনি। প্রযোজকের দাবি, অরুণ রায় পরিচালিত ‘আবার অরণ্যের দিনরাত্রি’ ছবিতে নাকি গানটি ব্যবহার করা হয়েছে। তাঁর কাছে কি যথাযথ প্রমাণ রয়েছে? কারণ এই ছবির প্রথম ঝলক এখনও প্রকাশ্যে আসেনি। সাত্যকি বললেন, ‘‘আমি এবং আমার টিমের অনেকেই শুনেছি। তা ছাড়া দীর্ঘ দিন ছবির কাজ বন্ধ থাকায় সৌম্য আমাকে একাধিক বার বলেছে যে, গানটি ও অন্য কাউকে দিয়ে দিতে চায়।’’
‘রেডিয়ো’ ছবিতে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ছবি: সংগৃহীত।
অরুণ রায় পরিচালিত ছবিটি প্রযোজনা করছে প্রমোদ ফিল্মস। সাত্যকি জানালেন, খবর পেয়েই তিনি গানটিকে তাঁদের ছবি থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করে ওই ছবির প্রযোজককে ইমেল করেন। কিন্তু রবিবার পর্যন্ত সেই চিঠির কোনও উত্তর তাঁর কাছে আসেনি। সাত্যকির কথায়, ‘‘আমাদের ছবিতে ওই গানের উপর নির্ভর করে বেশ কিছু দৃশ্য শুট করা হয়েছে। এখন একই গান ওই ছবিতে থাকলে আমরা তো বিপদে পড়ব।’’
‘রেডিয়ো’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ঈশান মজুমদার প্রমুখ। বিষয়টা কি ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক জানেন? আনন্দবাজার অনলাইনকে শিলাদিত্য বললেন, ‘‘আমিও শুনেছি। কিন্তু সেটা সত্যি কি না, আমি জানি না। এটা দুই প্রযোজকের অভ্যন্তরীণ বিষয়।’’ এই মুহূর্তে ‘কে প্রথম কাছে এসেছি’ ছবির পরবর্তী শিডিউলের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন শিলাদিত্য। বললেন, ‘‘আমার সঙ্গে সম্প্রতি ‘রোডিয়ো’ ছবির প্রযোজক ছবির সম্পাদনার জন্য যোগাযোগ করেন। তার পর টিমের তরফে শুনলাম, ছবির গান নিয়ে নাকি সমস্যা দেখা দিয়েছে। এর বেশি কিছু জানি না।’’
চিঠি মারফত সমস্যা না মিটলে কী করবেন ‘রেডিয়ো’র প্রযোজক? সাত্যকি বললেন, ‘‘আমার কাছে যাবতীয় তথ্যপ্রমাণ রয়েছে। ইতিমধ্যেই আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি। সমস্যা না মিটলে আমরা আইনি পথেই এগোতে চাই।’’ পুরো বিষয়টা নিয়ে আনন্দবাজার অনলাইনের তরফে সৌম্য ঋতের সঙ্গে যোগোযোগ করা হয়। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কারণ দেশের কপিরাইট আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। যা সত্যি, তা যথাসময়ে প্রকাশ্যে আসবে।’’